Uttarpradesh: নৃশংস! গৃহকর্তার গুলিতে মৃত্যু একই পরিবারের ৫ জনের

দেশে বড় ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সীতাপুর। সেখানে গৃহকর্তার গুলিতে মৃত্যু একই পরিবারের ৫ জনের। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোর ৫টা…

dead sitapur Uttarpradesh: নৃশংস! গৃহকর্তার গুলিতে মৃত্যু একই পরিবারের ৫ জনের

দেশে বড় ঘটনা ঘটে গেল। ঘটনাস্থলে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সীতাপুর। সেখানে গৃহকর্তার গুলিতে মৃত্যু একই পরিবারের ৫ জনের। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে সীতাপুর জেলায়। এখানে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করে। এরপর সে নিজেকেও পরে গুলি করে। পুলিশ সূত্রে খবর, রামপুর মথুরা থানা এলাকার পালহাপুর গ্রামের বাসিন্দা অনুরাগ ঠাকুর (৪২) তাঁর মা সাবিত্রী (৬৫), স্ত্রী প্রিয়াঙ্কা (৪০), মেয়ে অশ্বিনী (১২), ছোট মেয়ে আশ্ভি (১০) এবং ছেলে অদ্বৈত (৬)-কেও গুলি করে। এরপরই নিজেও আত্মঘাতী হন অনুরাগ। ছয়জনের সবাই মারা গেছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

   

মাহমুদাবাদের সিও দীনেশ শুক্লা জানিয়েছেন, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। পরিবার তাকে মাদকমুক্ত কেন্দ্রে নিয়ে যেতে চেয়েছিল, যার জেরে রাতে ঝগড়া লেগে যায়। এরপর সকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।