Murshidabad: মমতার ১০০ কোটি প্যাকেজে মন ভেজেনি, সামশেরগঞ্জে মুছে গেল তৃণমূল !

মুছে গেল তৃ়ণমূল! গ্রামবাসীরা বালতি বালতি চুন গোলা এনে তৃ়ণমূল মুছতে হই হই করে নেমে পড়লেন। শাসকদলের পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের। মুর্শিদাবাদের (murshidabad) সামশেরগঞ্জে…

মুছে গেল তৃ়ণমূল! গ্রামবাসীরা বালতি বালতি চুন গোলা এনে তৃ়ণমূল মুছতে হই হই করে নেমে পড়লেন। শাসকদলের পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের। মুর্শিদাবাদের (murshidabad) সামশেরগঞ্জে রাজনৈতিক হাওয়া গরম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী নিয়ে বিতর্কের জেরে তৃণমূলকে মুছেই দিলেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল কংগ্রেস। তৃণমূলের পতাকা সরিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা টাঙিয়ে দিলেন গ্রামবাসীরা।সরিয়ে ফেলা হলো মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

এলাকার পঞ্চায়েত প্রার্থী নিয়েই তৃণমূলের গোষ্ঠিবাজি প্রবল। তার জেরে দলে দলে সবাই কংগ্রেসে সামিল হয়ে গেলেন। শুরু হয় তৃণমূল মোছার পালা। ছিঁড়ে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফেস্টুন।

সম্প্রতি এই সামশেরগঞ্জে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। সেই ঘোষণাতেও মন ভেজেনি এলাকার তৃণমূল সমর্থকদের। পঞ্চায়েত প্রার্থী নিয়ে তীব্র গোষ্ঠিবাজির জেরে কংগ্রেসে যোগ দিলেন সবাই।