Mohun Bagan Revealed: সবুজ-মেরুন থেকে কত পারিশ্রমিক পাবেন থাপা? জেনে নিন

বর্তমানে যা পরিস্থিতি সেই অনুসারে আসন্ন ফুটবল মরশুমে সবুজ-মেরুন (Mohun Bagan) দলের হয়ে খেলা কার্যত নিশ্চিত অনিরুদ্ধ থাপার (Anirudh Thapa’)। বিশেষ সূত্র মারফত খবর, বর্তমানে…

Anirudh Thapa

বর্তমানে যা পরিস্থিতি সেই অনুসারে আসন্ন ফুটবল মরশুমে সবুজ-মেরুন (Mohun Bagan) দলের হয়ে খেলা কার্যত নিশ্চিত অনিরুদ্ধ থাপার (Anirudh Thapa’)। বিশেষ সূত্র মারফত খবর, বর্তমানে ভারতীয় শিবিরের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপের সঙ্গে যুক্ত থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাননা তিনি।

আরও পড়ুন: Mohun Bagan: বাগান ছাড়ার সম্ভবনা প্রবল বুমোস-জনি কাউকোর

সেজন্য জাতীয় দলের দায়িত্ব সামলে নিয়ে আগামী কয়েকদিন মধ্যে মোহনবাগান দলের চুক্তিপত্রে সই করবেন এই তরুণ ফুটবলার। যারফলে, গত মরশুমে চেন্নাইন এফসি দলের হয়ে মাঠ কাঁপালেও এবার কলকাতার এক প্রধানে পাড়ি জমাতে চলেছেন এই তারকা। এক্ষেত্রে নাকি রেকর্ড অর্থের বিনিময়ে এই তারকা ফুটবলার কে দলে টানছে মোহনবাগান।

যারফলে, হয়ত প্রথম কোনো ভারতীয় ফুটবল পেতে চলেছেন এই বিরাট অঙ্কের পারিশ্রমিক। শোনা যাচ্ছে, এই তরুণ মিডফিল্ডার কে দলে নিতে প্রতিবছর ৩ কোটি টাকা করে প্রদান করা হবে ক্লাবের তরফে। এক্ষেত্রে মোট ৫ বছরের চুক্তিতে তা গিয়ে দাঁড়ায় ১৫ কোটি টাকা। সেইসঙ্গে রয়েছে ট্রান্সফার। এক্ষেত্রে এই ফুটবলার কে নেওয়ার বিনিময়ে মোট ৩ কোটি টাকা প্রদান করতে হবে চেন্নাইন এফসি কে। সব ঠিকঠাক চললে এই বিরাট অর্থের বিনিময়ে কলকাতায় পা রাখবেন অনিরুদ্ধ থাপা।

আরও পড়ুন: Mohun Bagan: ফেরেন্দোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাগান, কত বছর থাকবেন তিনি?

তবে এই তরুণ মিডফিল্ডার কে খানিকটা সাবধান বানী দিয়ে রেখেছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। থাপার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি ওকে গত তিনটে মরশুম ধরে দেখছি। গত মরশুমে চেন্নাইন দলের অধিনায়কের ভূমিকাতে ওকে দেখা গিয়েছিল। তবে সেই খেলার সঙ্গে মোহনবাগান দলে খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখানে সমর্থকদের প্রত্যাশা ও চাপের মতো বিষয়গুলো অধিক পরিমাণে থাকে। যারফলে তার স্নায়ুর চাপ ক্রমশ বাড়বে। তাই আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি।