Mohun Bagan: এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে নয়া প্ল্যান ফেরেন্দোর

গত হিরো ইন্ডিয়ান সুপার লিগের মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের (Mohun Bagan)। তবে সময় যত এগিয়েছে ততই নিজের পুরোনো ছন্দে ফিরেছে লিস্টন-প্রীতমরা।

ATK Mohun Bagan coach Juan Ferrando

গত হিরো ইন্ডিয়ান সুপার লিগের মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের (Mohun Bagan)। তবে সময় যত এগিয়েছে ততই নিজের পুরোনো ছন্দে ফিরেছে লিস্টন-প্রীতমরা। দ্বিতীয় লেগে কেরালাকে হারানোর পর আর পিছন ঘুরে তাকাতে হয়নি। পরবর্তীতে নক আউটে ওডিশা কে হারিয়ে সেমিফাইনালে ওঠে দল।

আরও পড়ুন: Mohun Bagan Revealed: সবুজ-মেরুন থেকে কত পারিশ্রমিক পাবেন থাপা? জেনে নিন

   

সেখানে ট্রাইবেকারে হায়দরাবাদকে হারিয়ে সোজা ফাইনাল। তারপর বেঙ্গালুরু এফসি কে হারিয়ে ট্রফি জয়। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। তার হাত ধরেই ট্রফি আসে বাগান শিবিরে। যারফলে আরও একটা মরশুম তার সাথে চুক্তি বাড়িয়ে নেয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তাই স্পেনে বসে এখন থেকেই আসন্ন মরশুমের ছক কষতে শুরু করে দিয়েছেন ফেরেন্দো।

আরও পড়ুন: Mohun Bagan: বাগান ছাড়ার সম্ভবনা প্রবল বুমোস-জনি কাউকোর

এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত মরশুম শেষ হওয়ার পর থেকেই আমাদের নতুন মরশুম শুরু করার জন্য বিশেষ পরিকল্পনা চালু হয়ে গিয়েছিল। তাই কোন কোন খেলোয়াড় কে ছেড়ে দেওয়া হবে আর কোন খেলোয়াড়দের রাখা হবে তা অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি ক্লাবের চুক্তি বাড়ানোর প্রসঙ্গে তিনি আরও বলেন, একটা বছর আমার কাছে যথেষ্ট সময়। সপ্তম আইএসএলের মাঝামাঝি সময় থেকে আমি এই দলের কোচ হিসেবে রয়েছি। তাই এই দলের চাহিদা সম্পর্কে আমার অনেকটাই আন্দাজ রয়েছে।

আরও পড়ুন: Mohun Bagan: ফেরেন্দোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাগান, কত বছর থাকবেন তিনি?

এছাড়াও এএফসি কাপের প্রসঙ্গে এই আইএসএল জয়ী কোচ বলেন, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। যেখানে গোটা এশিয়া মহাদেশের বিভিন্ন শক্তিশালী দল গুলির সঙ্গে আমাদের লড়াই করতে হয়। তাই এক্ষেত্রে গ্রুপ পর্বে ভালো ফলাফল করাই আমদের প্রধান লক্ষ্য হবে। বলাবাহুল্য, গত আইএসএল মরশুমে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। আন্তদেশীয় সেমিফাইনালে কুয়ালালামপুরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে এবার ভালো ফলাফল করাই লক্ষ্য বাগানের।