Intercontinental Cup: গোলের সুযোগ নষ্ট, অমীমাংসিতভাবে শেষ ভারত-লেবানন ম্যাচ

ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) প্রথম দুই ম্যাচে সহজ পেলেও আজ শক্তিশালী লেবাননের কাছে আটকে গেল ভারত। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। তবে আজ…

Intercontinental Cup

ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) প্রথম দুই ম্যাচে সহজ পেলেও আজ শক্তিশালী লেবাননের কাছে আটকে গেল ভারত। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। তবে আজ নিয়মরক্ষার ম্যাচ অমীমাংসিত থাকলেও আগামী রবিবার এই দলের বিপক্ষেই ফাইনাল খেলতে হবে ব্লু টাইগার্সদের। তবে আজকের ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করার ফলে ফাইনাল ম্যাচের আগে যথেষ্ট চাপে থাকবে সুনীল ব্রিগেড।

যদিও এদিন দলের মধ্যে বেশকিছু পরিবর্তন এনে ছিলেন কোচ ইগর স্টিমাচ। দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রীর পরিবর্তে সন্দেশ ঝিঙ্গানের হাতে দেওয়া হয়েছিল দলের অধিনায়কত্ব। এই নিয়ে ভারতের জার্সিতে মোট ৫১ টি ম্যাচ খেলে ফেললেন তিনি। আজ ম্যাচের শুরুর দিকেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তরুণ তারকা অনিরুদ্ধ থাপা। ছাংতে ও আশিক কুরুনিয়ানের পাস থেকে বল পান থাপা। গোলের সুযোগ তৈরি হয়, কিন্তু গোলরক্ষক কে একা পেয়ে ও গোল করতে ব্যর্থ থাকেন তিনি। তারপর ম্যাচের সাত মিনিটের মাথায় ফের চলে আসে গোলের সুযোগ। তবে এবার গোল করতে ব্যর্থ থাকেন আরেক তারকা আশিক কুরুনিয়ান।

   

সেখানেই শেষ নয়, ম্যাচের উনিশ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ নষ্ট করেন আশিক। তবে ম্যাচের শুরু থেকেই পাল্লা ভারী থাকে ভারতীয় দলের। তবে সাতাশ মিনিটের মাথায় প্রতিপক্ষ খেলোয়াড় কে ফাউল করার দরুন হলুদ কার্ড দেখেন সাহাল আব্দুল সামাদ। তারপর দুইপক্ষের ফুটবলাররা একাধিকবার গোলের সুযোগ পেলে ও তা কাজে লাগাতে ব্যর্থ থাকেন। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরও একাধিকবার গোলের সুযোগ পেলে ও মিসপাসের মহরায় গোল অধরাই থেকে যায় ভারতের। উদান্তা সিংয়ের পাশাপাশি রহিম আলির মতো তারকারা একাধিকবার সুযোগ পেলে ও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ থাকেন। যারফলে অমীমাংসিত থাকে ফলাফল।