গুজরাটে বিপর্যয়, ভয়াবহ সামুদ্রিক ঢেউয়ের আঘাত শুরু

ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy) স্পর্শ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। (সন্ধ্যা ৭;৩০) আজ রাত ১২ টার মধ্যে সম্পূর্ণভাবে ল্যান্ডফল করবে গুজরাটে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় গতিবেগ…

ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy) স্পর্শ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। (সন্ধ্যা ৭;৩০) আজ রাত ১২ টার মধ্যে সম্পূর্ণভাবে ল্যান্ডফল করবে গুজরাটে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় গতিবেগ হবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিমি। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি হবে ১৪০ কিমি প্রতি ঘণ্টায়। (Cyclone Biparjoy Landfall process begins)

গুজরাট উপকূলে রণমূর্তি ধারণ করা এই প্রাকৃতিক দুর্যোগ বিপদ ডেকে আনবে বলে মনে করা হচ্ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১ লক্ষ বাসিন্দাকে।সতর্ক রয়েছে নৌসেনা, এনডিআরএফ এবং গুজরাট প্রশাসন।

বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়বে। গুজরাটের জাখাউ বন্দরের কাছেই আছড়ে পড়বে সাইক্লোন বিপর্যয়। সেই সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ভারী বষর্ণ। গুজরাটে প্রশাসনের তরফ থেকে ১৮ টি দলকে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলার জন্য।

আবহাওয়া দফতর থেকে বিভিন্ন রাজ্যে লাল এবং কমলা সতর্কতা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে সমস্ত বাহিনী- ভারতীয় সেনা, বায়ু সেনা এবং নৌসেনা তৈরি রয়েছে। যেকোনও পরিস্থিতিতে তারা গুজরাটের সাধারণ মানুষের সাহায্য করবে।