Municipal Election: EVM ভাঙচুরে গ্রেফতার BJP প্রার্থীরা, TMC বলছে ‘উন্নয়নের ভোট’, সর্বত্র রিগিং

বহু প্রতীক্ষিত পুরভোটের (Municipal Election) সকালেই হাওয়া হয়ে গেল ভোট। ১০৮টি পুরসভার সবকটিতেই ভোট লুঠের অভিযোগ প্রবল।রিগিং ভাটপাড়া সরগরম। বিজেপি সাংসদ অর্জুন সিংকে বোতলবন্দি করতে…

বহু প্রতীক্ষিত পুরভোটের (Municipal Election) সকালেই হাওয়া হয়ে গেল ভোট। ১০৮টি পুরসভার সবকটিতেই ভোট লুঠের অভিযোগ প্রবল।রিগিং

ভাটপাড়া সরগরম। বিজেপি সাংসদ অর্জুন সিংকে বোতলবন্দি করতে মরিয়া টিএমসি।

   

বিভিন্ন জেলায় টিএমসি ও সিপিআইএমের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ। দুপক্ষই ভোট লুঠের দাবি করছে।

পূর্ব মেদিনীপুরের ভোটে তীব্র উত্তেজনা। কাঁথিতে এজেন্ট বসাতে পারছে না বিজেপি। অধিকারী গড়ে ব্যাকফুটে বিজেপি।

বহরমপুরে রাস্তায় নেমে ছাপ্পা ভোটার ধরলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডে চলছে নীরব রিগিং। অভিযুক্ত টিএমসি। 

একের পর এক পুরসভা থেকে রিগিং অভিযোগ। ইভিএম ভাঙচুরে বারবার অভিযুক্ত বিজেপি।  সিপিআইএম ও টিএমসি সংঘর্ষ চলছে বিভিন্ন পুরসভায়। মুর্শিদাবাদে কংগ্রেস ও টিএমসি বিক্ষিপ্ত সংঘর্ষ।

বারাসতে আটক বাংলাদেশি ‘ভোটার’। 

পুরভোট সকালেই ‘হাওয়া’ সর্বত্র ‘বাড়ি যান’ হুমকি

শুরু হয়ে গেছে বুথে বুথে হামলা। তৃণমূল কংগ্রেসের দাবি, উন্নয়নের ভোট চলছে। বিরোধীদের তরফে বিভিন্ন পুরসভার ওয়ার্ডে ভোট লুঠের প্রতিরোধ দেখা যাচ্ছে।

পুরভোটে শাসক টিএমসির সঙ্গে বিরোধী বিজেপি ও সিপিআইএম, কংগ্রেসের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। পুরভোটের সকালেই নির্বাচনী সুরক্ষা ফেল করে গেল বলে অভিযোগ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের পুরভোট কার্যত মিনি বিধানসভা চলছে। ৫টি পুরনিগম যুদ্ধে টিএমসির জয় ও বিরোধী হিসেবে সিপিআইএমের উত্থানের রেশ ১০৮টি পুরসভার ভোটের সংঘর্ষে দেখা যাচ্ছে। টিএমসির বিরুদ্ধে বামেদের উপর হামলার অভিযোগ প্রবল। তবে বিধানসভায় বিরোধী দল বিজেপির উপরেও হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। 

শাসকদলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট চলছে।

সকাল থেকে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গ বেশি গরম। বিভিন্ন জেলা থেকে আসছে পুরসভা ভিত্তিক সংঘর্ষ, বুথ দখল, রিগিং, ইভিএম ভাঙচুর নিয়ে সরগরম রাজ্য। 

অভিযোগ, পুলিশ প্রশাসন নীরব। কোনও অফিসার সাহায্য করছেন না। তবে কোথাও কোথাও কমিশন সক্রিয় হয়। বেশ কিছু ওয়ার্ডে উত্তেজনা চরমে।