এবার উইকেন্ড কাটুক ‘নিরালা’

ঘুরতে যাওয়ার কথা বাঙালিকে আর আলাদা ভাবে শিখিয়ে দিতে হয় না। অতিমারি আসুক বা যাই আসুক বাঙালি কিন্তু কোনওভাবেই তার ঘুরতে যাওয়ার এই অদম্য ইচ্ছে,…

weekend-tour-at-deulti

ঘুরতে যাওয়ার কথা বাঙালিকে আর আলাদা ভাবে শিখিয়ে দিতে হয় না। অতিমারি আসুক বা যাই আসুক বাঙালি কিন্তু কোনওভাবেই তার ঘুরতে যাওয়ার এই অদম্য ইচ্ছে, তাকে আটকে রাখে না। তবে এই ছোট ছোট উইকেন্ডেও অনেক সময় আমরা ঘুরতে বেরিয়ে পড়ি।  আপনি এক রাত থাকতে পারেন, এরকম জায়গা কলকাতার খুব কাছেই রয়েছে। একাধিক রয়েছে।

আসুন আজ কলকাতার কাছাকাছি একটা ঘুরতে যাওয়ার জায়গার কথা আপনাকে জানাই।

দেউলটির নিরালা রিসর্ট কিন্তু এখন বেশ জনপ্রিয়। যে কোনও উইকেন্ডে আপনি চাইলেই এই নিরালা রিসর্টে চলে আসতে পারেন। আগে থেকে শুধু বুকিং করে নিতে হবে। দেউলটির এই রিসর্টে যেমন আপনি সারাদিন কাটাতে পারেন। সুইমিং পুল, সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। একইসঙ্গে কাছেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও। সেখান থেকও ঘুরে আসতে পারেন আপনি। রূপনারায়ণ নদীর কাছেই রিসর্ট, তাই আপনি নদীর সৌন্দর্য্যও উপভোগ করতে পারবেন। আপনার ২০০০ টাকা খরচ হতে পারে। নিরালার ওয়েবসাইটে গিয়ে আপনি বুকিং করতে পারেন।