Murshidabad: ফের ভাঙন তৃণমূলে, শতাধিক যোগ দিলেন বাম শিবিরে

১০০ দিনের কাজ সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের দুর্নীতি৷ কাঠগড়ায় শাসক দলের একাধিক নেতৃত্ব৷ দলের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না অনেকেই৷ তাই এখন বিকল্প হিসাবে…

১০০ দিনের কাজ সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের দুর্নীতি৷ কাঠগড়ায় শাসক দলের একাধিক নেতৃত্ব৷ দলের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না অনেকেই৷ তাই এখন বিকল্প হিসাবে বেছে নিচ্ছেন বাম শিবির। রাজ্যজুড়ে এই হাওয়াতে চলছে অনবরত দলবদল। সেটার ব্যাপক ফল (Murshidabad) মুর্শিদাবাদের রানিনগরে৷ রবিবার প্রায় ৫০ জন তৃণমূল সমর্থক সিপিআইএমে যোগদান করলেন৷

রানিনগরের সাম্প্রতিক রাজনীতিতে এটা নতুন কিছু নয়। গত মাসেই রানিনগর ২ নম্বর ব্লকের সীতানার গ্রামে প্রায় ৫০০ জন সিপিআইএমে যোগদান করেন৷ সেই ঘটনার দিন ১৫ এর মাথায় ফের যোগদান শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, রাজ্যে বাম আমলের  মধ্যগগনে তখন মুর্শিবাদাদের মসনদ সামলেছিল কংগ্রেস৷ মূলত অধীর রঞ্জন চৌধুরীর নামেই এই জেলার কংগ্রেসের রাজনৈতিক পরিচয়। তবে গত লোকসভা থেকেই বদলে গেল জেলার রাজনৈতিক চালচিত্র৷ বিধানসভা নির্বাচনে এই জেলায় ঘাসফুলের চাষ বেড়েছে। প্রত্যেকটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু গত এক বছরে টিএমসি নেতাদের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে৷ গঙ্গা নদীর ভাঙন, ১০০ দিনের কাজ, সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানো সবটাই চলেছে তৃণমূলের রাজত্বে৷ বিধানসভায় সিপিআইএম শূন্য হয়ে গেলেও  বিরোধী দল বিজেপির উপর ভরসা নেই ভোটারদের। পুরভোটে বামফ্রন্টের উঠে আসা ও বিজেপির তৃতীয় স্থানে নেমে যাওয়ার পর আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএমে যোগদান বাড়ছে।

পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূমের বিভিন্ন গ্রামে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেওয়ার পালা চলছে। সেই রেশ ধরে ফের মুর্শিদাবাদের রানিনগরে টিএমসির ভাঙন হলো।