Presidential Election: পূর্বতন বিজেপিকে ভোট দেবেন বামেরা, থাকছে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা

শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন (presidential election)। রাজনৈতিক মহলে এই নির্বাচনকে ঘিরে একাধিক সমীকরণ শুরু হয়েছে। বিরোধী জোটের একাধিক দল দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এগিয়ে এসেছে।…

Sitaram Yechury Yashwant Sinha

শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন (presidential election)। রাজনৈতিক মহলে এই নির্বাচনকে ঘিরে একাধিক সমীকরণ শুরু হয়েছে। বিরোধী জোটের একাধিক দল দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এগিয়ে এসেছে। আবার ভোট ধরে রাখতে তৎপর হয়েছে দুই শিবির। রাজনৈতিক মহলের ধারণা, রাজনৈতিক সমীকরণে গ্যাঁড়াকলে যেমন বাম জনপ্রতিনিধিরা তৃণমূলের প্রাক্তন সদস্য যশবন্ত সিনহাকে ভোট দেবেন, তেমনই তৃণমূলের ভোটও যাবে বিজেপির ঝুলিতে৷

শুরু থেকে শুরু করলে বিরোধী জোটের কথা মাথায় রেখে যশবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে একে গোপালান ভবন। তাই সমস্ত বিধায়ক এবং সাংসদদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। এক সময় বিজেপি সদস্য যশবন্ত সিনহা। লালকৃষ্ণ আদবানীর অনুজ সৈনিক। পরে তৃণমূলে যোগদান। তাই যশবন্ত সিনহাকে সমর্থনের কারজ বোঝাতে গিয়ে হিমশিম খেয়েছেন সীতারাম ইয়েচুরি। তবুও বিরোধী জোটের কথা মাথায় রেখে তাঁকেই সমর্থন করছে বামেরা।

কিন্তু যশবন্তকে নিয়ে চরম আপত্তি বামেদের বিধানসভার জোটসঙ্গী আইএসএফ৷ একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির কথায়, বাবরি ঘটনার সঙ্গে যোগ রয়েছে যশবন্তের। তাই তাঁকে সমর্থন করবেন না। কিন্তু যশবন্ত সিনহাকে সমর্থনের জন্য এগিয়ে এসেছেন কাঁথির শান্তিকুঞ্জের সদস্য। সোমবার দিল্লিতে গিয়ে যশবন্ত সিনহাকে ভোট দেবেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

তবে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা রয়েছে দুই শিবিরেই। তাই কোনও ভুল যাতে না হয়, কোনও ভোট প্রতিপক্ষের দিকে যাতে না চলে যায়, তার জন্য তৎপর হয়েছে তৃণমূল এবং বিজেপি। গতকালই নিউটাউনের একটি হোটেলে বিজেপি বিধায়কদের নিয়ে গিয়ে ভোটাভুটির পাঠ পড়িয়ে দিয়েছেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। আজই শুভেন্দু অধিকারীর নজরদারিতে তাঁদের আনা হল বিধানসভায়। কিন্তু দলবদলের ইচ্ছুক বিধায়কদের এভাবে আটকাতে পারবেন।

তবে ক্রশ ভোটিংয়ের আশঙ্কা থাকছে তৃণমূলেও। আদিবাসী মহিলা মুখ দ্রৌপদীর সমর্থনে তৃণমূলের একাধিক ভোট হারানোর সম্ভাবনা রয়েছে। তাই মমতা বন্দোপাধ্যায়ের ইমেজ এবং বিরোধী জোটের কথা ভেবে তৎপর হয়েছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গে থেকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সাংসদরা। রাজনৈতিক মহলের ধারণা, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত হলেও ক্রশ ভোটিংয়ের আশঙ্কা বিজেপিতে থেকেই যাচ্ছে। সেটা বুঝতে পেরেছেন রাজ্য নেতারাও