Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

ফের বীরভূমে (Birbhum)  তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদানের হিড়িক। পঞ্চায়েত ভোটের আগে এই জেলায় ক্রমাগত ধস নামছে শাসক শিবিরে। এবার শত শত সংখ্যালঘু সামিল হলেন বাম শিবিরে।

Minorities Join CPI(M) in Birbhum: 600 Left TMC

ফের বীরভূমে (Birbhum)  তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদানের হিড়িক। পঞ্চায়েত ভোটের আগে এই জেলায় ক্রমাগত ধস নামছে শাসক শিবিরে। এবার শত শত সংখ্যালঘু সামিল হলেন বাম শিবিরে। তাৎপর্যপূর্ণ, এই জেলায় তৃণমূলের সাংগঠনিক দিকটি নিজের হাতে রেখেছেন খোদ (Mamata Bnerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

গোরু পাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কাজল শেখের হাতে জেলার ভার দিতে চাননি দলনেত্রী মমতা। জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকের পর বীরভূম নিজে দেখবেন বলে জানিয়ে দেন।

   

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

এদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেস ত্যাগ চলছেই। সিপিআইএম বীরভূম জেলা কমিটির দাবি, সাত্তোর অঞ্চলের হাটপুকুরডাঙ্গার আদিবাসী এবং সংখ্যালঘু প্রায় ৬০০ জন সিপিআইএমে যোগদান করলেন। এরা তৃণমূল ত্যাগ করেছেন।

Advertisements

সিপিআইএম বীরভূম জেলা কমিটি আরও জানিয়েছে বোলপুরের সাত্তোর অঞ্চলের হাটপুকুরডাঙ্গার আদিবাসী এবং সংখ্যালঘুরা তৃণমূল ত্যাগ করেছেন। ‘চোর তাড়াও গ্রাম জাগাও’, ‘লুটেরাদের পঞ্চায়েত ভেঙে জনগণের পঞ্চায়েত গড়ো’ – এই স্লোগান দিয়ে তারা সিপিআইএমে যোগদান করেন।

পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের পরিস্থিতি নিয়ে উদ্বেগে আছেন এই জেলার তৃ়ণমূল নেতারা। জেলা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরেই সাংগঠনিক ক্ষেত্রে ধাক্কা লাগছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News