Stephen Constantine: বিদায়বেলায় লোবেরা প্রসঙ্গে ‘বিস্ফোরক’ স্টিফেন কনস্ট্যানটাইন? জানুন বিস্তারিত

মরশুমের শুরুতে অনেক আশা নিয়ে লাল-হলুদের দায়িত্ব কনস্ট্যানটাইনের (Stephen Constantine) হাতে তুলে দিয়েছিলেন ক্লাব কর্তারা। মনে করা হয়েছিল এবার হয়ত হারানো ছন্দে ফিরবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC

Stephen Constantine - New Coach of East Bengal FC

মরশুমের শুরুতে অনেক আশা নিয়ে লাল-হলুদের দায়িত্ব কনস্ট্যানটাইনের (Stephen Constantine) হাতে তুলে দিয়েছিলেন ক্লাব কর্তারা। মনে করা হয়েছিল এবার হয়ত হারানো ছন্দে ফিরবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। কিন্তু আদতে তা ঘটেনি। এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা চলনসই হলেও ধীরে ধীরে ব্যর্থতার অন্ধকারে ডুবে যেতে হয়েছে ক্লেটনদের।

একটা সময় বেঙ্গালুরু এফসির মতো দল কে দুবার পরাস্ত করলেও সেই ফর্ম ধরে থাকা সম্ভব হয়নি ফুটবলারদের। যারফলে পয়েন্ট টেবিলের তলানিতে এবার থাকছে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই পরিস্থিতিতে লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন সুপার কাপের পড়েই বদলে ফেলা হবে দলের কোচ।

বর্তমানে ঠিক তেমনটাই জানানো হয়েছে দলের দায়িত্বে থাকা ব্রিটিশ কোচকে। যা নিয়ে একটা সময় আক্ষেপের সুর ও শোনা গিয়েছিল ভারতীয় দলের এই প্রাক্তন কোচের গলায়। তিনি বলেছিলেন, আইএসএলের অন্যান্য মরশুম গুলির তুলনায় চলতি বছরে সবথেকে বেশি জয় পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তাছাড়া দেরিতে দল তৈরির পাশাপাশি সময়মতো সমস্ত খেলোয়াড়দের না পাওয়ার বিষয় ও উঠে এসেছে তার মুখ থেকে।

কিন্তু স্টিফেনের আক্ষেপ দলের ভালো পারফরম্যান্সের পরে ও তাঁকে বাদ দিতে চাইছে লাল-হলুদ শিবির। তিনি আরও বলেন, কোচ বদলের বিষয় সমনে আসতেই নাকি তার প্রভাব পড়তে শুরু করেছে দলের অনুশীলনে। তবে ছেলেদের সকলকে সেরাটা দেওয়ার কথা নাকি জানিয়েছেন তিনি। কিন্তু এবারের এই সুপার কাপ নিয়ে যে খুব একটা আশাবাদী নন এই ব্রিটিশ কোচ তা ভালোই বুঝতে পারছেন সকলে।

অন্যদিকে বহু বিতর্কের অবসান ঘটিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা কে দলে নিতে চলেছে ইমামি কর্তারা। বর্তমানে চুক্তি পত্রে সই না হলেও কলকাতায় এসে কোচিং করানোর ক্ষেত্রে মৌখিক সম্মতি প্রদান করেছেন তিনি। যা শুনে খুশি আপামর লাল-হলুদ সমর্থকবৃন্দ। গতকাল একটি জনপ্রিয় মাধ্যমের তরফে সেই নিয়ে প্রশ্ন করা হলে স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, সার্জিও লোবেরা আসুক কিংবা মেসি আমার তা নিয়ে কোনো ভাবনা নেই। আমি আমার দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করতে পারলেই খুশি। মাত্র ১২ জন ফুটবলার নিয়ে নিজের কাজ শুরু করেছিলাম। কোনো সাপোর্টিং স্টাফ আমার সাথে ছিল না। সেখান থেকে এখন অনেকটাই উন্নতি হয়েছে গোটা দলের। আশা করি আগামী দিন যিনি আসবেন তার কাজ করতে অনেকটাই সুবিধা হবে।

#SergioLobera #StephenConstantine #EastBengalFC #Coach #Conversation #Thoughts