SA v IND: বারবার অস্ট্রেলিয়া! ভারতের জন্য জোড়া দুঃসংবাদ

বৃহস্পতিবার কেপটাউনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল (SA v IND)। মাত্র ৫ সেশনের মধ্যে অর্থাৎ বোলারদের অসাধারণ পারফরমেন্সে দু’দিনের…

Indian Cricket Team

বৃহস্পতিবার কেপটাউনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল (SA v IND)। মাত্র ৫ সেশনের মধ্যে অর্থাৎ বোলারদের অসাধারণ পারফরমেন্সে দু’দিনের মধ্যেই এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি টেস্ট পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে উঠতে পেরেছিল টিম ইন্ডিয়া। কিন্তু কয়েক ঘণ্টা বা দু’দিনের মধ্যেই দল দুটি বড় ধাক্কা খেয়েছে।

কেপটাউন টেস্ট জয়ের একদিনের মধ্যেই আইসিসি টেস্ট ক্রম তালিকায় প্রথম স্থান হারায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচ জিতে ভারতের কাছ থেকে এই অবস্থান ছিনিয়ে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল। অর্থাৎ কেপটাউনে টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক জয়ের আনন্দ ২৪ ঘণ্টার মধ্যে ম্লান হয়ে যায়।

এরপর শনিবার সকালে যখন ভারতীয় সমর্থকরা অন্তত ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার আনন্দে মেতে উঠেছিল, তখন অস্ট্রেলিয়া এই জায়গাটিও ছিনিয়ে নিয়। সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে ৮ উইকেটে জয়ের পর চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়ে ওঠে অস্ট্রেলিয়া এবং এখানেও ভারতকে দুই নম্বরে নেমে যেতে হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেও বেশি মনোযোগ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল অন্তত ২-৩ সপ্তাহ এক নম্বর পজিশনে থাকবে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেট দল এখনও তালিকার শীর্ষে রয়েছে।