East Bengal : ইনভেস্টর জল্পনার মধ্যে ক্লাবে ক্রীড়া মন্ত্রী

ফের সেজে উঠতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। তাঁবুতে বসবে চা চক্র। আসবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠান আগামী ১২ মে, বিকেল ৫ টায়।…

ফের সেজে উঠতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। তাঁবুতে বসবে চা চক্র। আসবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠান আগামী ১২ মে, বিকেল ৫ টায়।

দিন দুয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে চা চক্রের কথা জানানো হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিল, “আমরা চাইছি টিম আই.এফ.এ এবং বাংলার ফুটবলারদের এই সাফল্যের সঙ্গে নিজেদেরকেও সংযুক্ত করতে। তাই আপনাদের নির্ধারিত দিনেই, সন্ধ্যাকালে, আমাদের ক্লাব তাঁবুতে আই.এফ.এ’র সাথে যুক্ত সকলকে এবং বাংলার ফুটবলারদের চা-চক্রে আমন্ত্রণ জানালাম।” একই সঙ্গে, “মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও আমন্ত্রণ জানাবো।”

সোমবার বিকেলের খবর, শতাব্দী প্রাচীন ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। চা চক্রে উপস্থিত থাকবেন তিনি।

গত মাসের এক সাংবাদিক সম্মেলনে বিনিয়োগকারী প্রসঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন লাল হলুদ কর্তারা। বলা হয়েছিল শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ক্লাবের সিদ্ধান্ত। নতুন মাস শুরু হয়ে যাওয়ার পরেও সমর্থকদের কাছে পাকা কোনো খবর নেই। প্রিয় ক্লাবের ভবিষ্যত কোন খাতে বইছে সে ব্যাপারে নেই স্পষ্ট ছবি। ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে থাকবেন ১২ মে’র চা চক্রের দিকে। মন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করবে কয়েক গুণ।