J&K: বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ‘হাইব্রিড জঙ্গি’

বিপুল আগ্নেয়াস্ত্র সহ কাশ্মীরের বারামুলা থেকে গ্রেফতার করা হল এক ‘হাইব্রিড জঙ্গি’কে। জম্মু কাশ্মীর পুলিশের দাবি, বারামুল্লা জেলায় সম্প্রতি এক হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।…

বিপুল আগ্নেয়াস্ত্র সহ কাশ্মীরের বারামুলা থেকে গ্রেফতার করা হল এক ‘হাইব্রিড জঙ্গি’কে। জম্মু কাশ্মীর পুলিশের দাবি, বারামুল্লা জেলায় সম্প্রতি এক হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

এলাকার পুলিশ প্রধান বলেন, “বারামুল্লা পুলিশ, সেনাবাহিনী ৫২ আরআর, ৫৩ বিএন সিআরপিএফ এবং দ্বিতীয় বিএন এসএসবি-র যৌথ বাহিনী জুহামা ক্রসিং বারামুল্লার কাছে রুটিন এমভিসিপি প্রতিষ্ঠা করেছে। চেক করার সময় নিরাপত্তা রক্ষীরা কানিসপোরার দিকে আসা এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেছিল। এদিকে নিরাপত্তা রক্ষীদের দেখে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।”

যদিও শেষ রক্ষা হয় না, সন্দেহজনক জঙ্গিটিকে কৌশলে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে বারামুল্লার ডেলিনা ঘাটের তৌহিদ আহমেদ হারুন হিসাবে পরিচয় দেয়। জেরায় সে আরো জানায়, বারামুল্লা ও তার সংলগ্ন এলাকায় জঙ্গি কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে এই বেআইনি অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছিল ওই সে।

 

পুলিশ তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৯টি তাজা পিস্তল উদ্ধার করেছে।