Kanti Ganguly: সুন্দরবনে কান্তি ঝড়ে ‘তৃণমূল ঘাঁটি ভেঙে চুরমার’, ৫০০ অধিক CPIM-এ সামিল

বাম জমানায় দশকের পর দশক জয়ী, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও প্রবীণ সিপিআইএম (CPIM) নেতা (Kanti Ganguly) কান্তি গাঙ্গুলী গত তিনটি বিধানসভা ভোটে হেরেছেন। তবে…

বাম জমানায় দশকের পর দশক জয়ী, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও প্রবীণ সিপিআইএম (CPIM) নেতা (Kanti Ganguly) কান্তি গাঙ্গুলী গত তিনটি বিধানসভা ভোটে হেরেছেন। তবে সুন্দরবনের (Sundarban) বাদা এলাকায় তিনি ও সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রায় সমার্থক শব্দ। রাত-দিন এক করে তিনি ঝড়ের আগে থেকে পরবর্তী তাণ্ডবে তছনছ জনজীবনকে রক্ষা করেন। এবার পঞ্চায়েতে ভোটের আগে দক্ষিণ ২৪পরগনায় মথুরাপুরে তিনি নিজেই দল ভাঙানোর ‘ঝড়’ হয়ে এলেন বলে তীব্র আলোচনা। তাঁর নেতৃত্বে ৫০০ জনের বেশি একসাথে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বাম শিবিরে যোগদান করলেন।

কান্তি গাঙ্গুলীর উপস্থিতিতে শয়ে শয়ে তৃণমূল ত্যাগীরা সিপিআইএমের পতাকা তুলে নেন হাতে। তারা বলেন, শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম একমাত্র লড়াই করছে। মঞ্চ থেকে কান্তি গাঙ্গুলী সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, আগামী দিনে তৃণমূল আরও ভাঙবে।

এদিন কান্তি গাঙ্গুলীর উপস্থিতিতে সিপিআইএম নির্বাচনী কার্যালয় খোলা হয়। তিনি ফিতে কেটে সেই কার্যালয় উদ্বোধন করেন।

পরে কান্তি গাঙ্গুলী ফেসবুক পোস্টে লিখেছেন, “মথুরাপুর ১, নালুয়া অঞ্চল, দীর্ঘদিনের তৃণমূল ঘাঁটি ভেঙ্গে চুরমার, প্রায় ৫৫০ পরিবার দুর্নীতির বিরুদ্ধে লাল ঝান্ডা তুলে নিলো।” কান্তি গাঙ্গুলী জানান, এই অনুষ্ঠানে সামিল হয় স্থানীয় কংগ্রেস সমর্থকরা।

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস ত্যাগ চলছে। বীরভূম ও মুর্শিদাবাদে সর্বাধিক বাম শিবিরে যোগদান চলেছে। এবার দক্ষিণ ২৪ পরগনায় কান্তি গাঙ্গুলীর নেতৃত্বে শুরু হল বাম শিবির চাঙ্গা করার পালা।