Abhijit Gangopadhyay: “ইস্তফা নয়, ব্যাখা দেব”- ইন্টারভিউ বিতর্কে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সুপ্রিম কোর্টের মন্তব্যে অস্বস্তিতে ফেলেছে বিচারপতিকে। 

Kolkata High Court Judge Abhijit Gangopadhyay during a CBI investigation

সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সুপ্রিম কোর্টের মন্তব্যে অস্বস্তিতে ফেলেছে বিচারপতিকে।  গুঞ্জন শোনা যাচ্ছে, ইস্তফা দিতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছন বিচারপতি।

কিছুদিন আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাত্‍কার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাত্‍কার দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী শুক্রবারের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে।

বিভিন্ন মহলে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কী ইস্তফা দেবেন তিনি! বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান, এই জল্পনার কোনও সত্যতা নেই। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে, সে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না, কিন্তু লড়াই চলবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে। আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে। যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।’