ISF: কাশফুলের বালিশ তৈরি করতে রেডি হোক পিসি,ফের চ্যালেঞ্জ নওশাদের

দলীয় প্রতিষ্ঠা দিবসে আইএসএফ(ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিশানায় মমতা ও অভিষেক। রবিবার দলের সভা থেকেই রাজ্য সরকার ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। নওশাদ সিদ্দিকী মঞ্চে…

Siddiqui

দলীয় প্রতিষ্ঠা দিবসে আইএসএফ(ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিশানায় মমতা ও অভিষেক। রবিবার দলের সভা থেকেই রাজ্য সরকার ও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। নওশাদ সিদ্দিকী মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেককে নিশানা করে বলেন, “২০২৬ এ আমরা পাখির চোখ করব। এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিতাড়িত করব। তবে হ্যাঁ ২০২৪ এ আমি ডায়মন্ডহারবার সিটিতে কনসালটেন্ট করেই রেখেছি।

ভাঙড়ের আইএসএফ-বাম জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকী ফের তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। নওশাদ বলেন, আমাদের দাদা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে বিজয় উদযাপিত করব। যদি আমাকে অনুমোদন দেয় তাহলে আপনারা সবাই জানেন যে আমি লড়াই করতে প্রস্তুত। এখনো আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। আজ ঘুম ভেঙ্গেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কী হবে। তবে আমি বলে রাখি ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। কাশফুলের বালিশ তৈরি করার জন্য রেডি থাকবে পিসি।

আইএসএফ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আদালতের নির্দেশ ছিল সর্বোচ্চ ১ হাজার জন নিয়ে সভা করা যাবে। পরে রাজপথে অনুষ্ঠানের বদলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে বলা হয়। আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে হাতে গুনে ২০ জনকে নিভে প্রতীকী সভা করেন নওশাদ সিদ্দিকী। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন রাজ্য কমিটির সদস্য এবং অফিস পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন।

রবিবার সেই সভা থেকেই রাজ্য সরকার ও তৃণমূলকে একের পর এক নিশানা করেন নওশাদ সিদ্দিকী। বলেন, “কারা বাইরে থেকে লোক এনে কী করে সেটা সিসিক্যামেরা দেখলেই দেখা যাবে। আমাদের ভাঙড়েই যা লোক আছে, তাতে ওইরকম বিজয়গঞ্জ বাজারের মাঠ চারটে ভরিয়ে দিতে পারি। আমাদের অনুষ্ঠান আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে। আর চোরদের বাঁচাতে আদালতে কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার।”

এদিন আবারও নওশাদ বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য মুখিয়ে তিনি। মনোনিবেশ করছেন সেদিকেই। একইসঙ্গে এদিন নওশাদের মুখে শোনা যায় সমহারে সমবেতনের কথাও। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার সমর্থনে সুর চড়ান তিনি। নওশাদ বলেন, “সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বের কাছে আবেদন করব অনশন করবেন না। আপনারা গণতন্ত্রের অন্য পথে হেঁটে আন্দোলন করুন। আইএসএফ পাশে আছে।”