Katwa:মৃত কিশোর বেঁচে উঠল! কাটোয়া হাসপাতালে ভূতুড়ে কাণ্ড

হঠাৎ বেঁচে উঠল মৃত কিশোর! আবার বেঁচে উঠেও মৃতই রয়ে গেল। এক আজব কাণ্ডের সাক্ষী থাকল কাটোয়া হাসপাতাল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। স্থানীয় সূত্রে জানা…

katwa hospital

হঠাৎ বেঁচে উঠল মৃত কিশোর! আবার বেঁচে উঠেও মৃতই রয়ে গেল। এক আজব কাণ্ডের সাক্ষী থাকল কাটোয়া হাসপাতাল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে একটি কিশোরকে তাঁর বাড়ির লোকেরা জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানায় যে কিশোরটি মৃত। পরিবারের লোকেরা বাড়ি নিয়ে গেলে সেই মৃত কিশোর নাকি বেঁচে উঠেছে বলে দাবি করা হয়। তাঁকে আবার হাসপাতালে নিয়ে এলে হাসপাতাল সূত্রে তাঁকে মৃত বলা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর কাটোয়া শহরের ১১ নম্বর ওয়ার্ড এলাকার টালিখোলা চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা দীপ সাহা, তাঁর বয়স ১৫ বছর। দুই ছেলের মধ্যে ছোট দীপ কাটোয়া ভারতীভবন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির ছাদে পোষা বিড়াল নিয়ে খেলা করছিল দীপ। বিড়ালটিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে যায়। পড়ে গিয়েই জ্ঞান হারিয়েছিল। তড়িঘড়ি তাকে পরিবারের লোকজন কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে তখন চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

   

কিন্তু পরিবারের দাবি তাকে বাড়িতে আনার পরে হঠাৎ তাঁর হাত পা নড়ে ওঠে। চোখের পাতা খুলে যায়। তাঁরা মনে করেন যে তাঁদের ছেলে বেঁচে আছে। সেই ভেবে তাঁরা তড়িঘড়ি হাসপাতালে এলে ফের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকের মতে আসলে মৃত্যুর পর ধীরে ধীরে মৃতদেহের মাংসপেশীর পরিবর্তন হতে শুরু করে। তখন পেশিতে টান পড়ে নড়াচড়া করছে বলে মনে হয়। এটা ‘রাইগর মর্টিস’। যদিও পরিবারের তরফে ভুল চিকিৎসা করার অভিযোগ এসেছে। হাসপাতাল চত্বরে পরিবারের লোকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।