কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান রাজনৈতিক হাতিয়ার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এর আগে ২০২৪ সালের লোকসভা ভোটেও এই প্রকল্পকে প্রচারের কেন্দ্রে রেখেছিলেন রাজ্যের শাসকদলের নেতারা। কিন্তু সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েই সরাসরি আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কটাক্ষ— এই প্রকল্প আসলে “ভিক্ষে” ছাড়া কিছু নয়। একই সঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়েও সমালোচনার সুরে আক্রমণ করেন তিনি।
ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি
বুধবার বাঁকুড়ায় এক বেসরকারি লজে বিজেপির কর্মী সম্মেলনে অংশ নেন মিঠুন। সম্মেলন শেষে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার— এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার বা কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।”
জেলা বিজেপি নেতৃত্ব মিঠুনের এই বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন। তাঁদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আসলে মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। শুধু প্রকল্প ঘোষণা করলেই হবে না, সেগুলির কার্যকর বাস্তবায়ন জরুরি— সেই বার্তাই দিয়েছেন মিঠুন চক্রবর্তী।
মিঠুনের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের Mithun criticizes Lakshmir Bhandar
অন্যদিকে, মিঠুনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল ও সিপিএম। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “মানুষের ভালোবাসাতেই মিঠুন চক্রবর্তী আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি বাংলার মানুষকে অপমান করছেন।”
সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন, “মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন বোঝা মুশকিল। তৃণমূল ও বিজেপি ভিতরে ভিতরে এক হলেও বাইরে এইভাবে একে অপরকে আক্রমণ করছে। মানুষ সব বুঝতে পারছে।”
এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক শুরু হয়েছে, যা ছাব্বিশের ভোটযুদ্ধের আগে নতুন করে উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে।
West Bengal: BJP leader Mithun Chakraborty has sparked controversy by calling the TMC’s flagship ‘Lakshmir Bhandar’ scheme “bhikkhe” (alms). The comments, made at a Bankura rally, criticize the state’s welfare projects and stir a political debate ahead of the 2026 elections.