ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ধৃত দুষ্কৃতি

ব্যারাকপুরে বিরিয়ানির দোকালে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার এক। ধৃত ব্যক্তির নাম অভিষেক ঝা। ধৃতকে ১২ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। গত সোমবার দুপুরে ব্যারাকপুর বারাসাত রোডের…

ব্যারাকপুরে বিরিয়ানির দোকালে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার এক। ধৃত ব্যক্তির নাম অভিষেক ঝা। ধৃতকে ১২ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

গত সোমবার দুপুরে ব্যারাকপুর বারাসাত রোডের মোহনপুরে ভরদুপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় দু’জন জখম হন। তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

সেই ঘটনায় অভিজিৎ ঝাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, অভিজিতের বাড়ি মোহনপুরে। সেদিনে গুলি চালানোর ঘটনায় তার যোগ রয়েছে। দুষ্কৃতিদের সমস্ত রকম অস্ত্র দিয়ে সাহায্য করেছিল সে।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে চড়ে যে দুষ্কৃতিরা এসেছিল তার মধ্যে তিন জনকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ধৃত অভিষেককে তাদের বিষয়ে জিজ্ঞাসা করবে পুলিশ।

ওই বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসের দাবি, তিনি যেহেতু ব্যারাকপুর এলাকায় এখন আর এক বিখ্যাত বিরিয়ানির ব্র্যান্ডের প্রতিযোগী তাই ব্যবসায়িক শত্রুতা থেকে এটা হয়েছে। তিনটি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত সোমবার ব্যারাকপুর বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।