Heavy Rainfall: রাজ্যের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

শুক্রবার থেকে আগামী ২ দিন কলজকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস…

শুক্রবার থেকে আগামী ২ দিন কলজকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

শুধু তাই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু এগোচ্ছে, আন্দামান-নিকোবার অতিক্রম করে তা বঙ্গোপসাগরের উপর দিয়ে আরও অনেকটাই এগিয়ে এসেছে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ।

আইএমডি জানিয়েছে, আগামী ২৫ শে মে পর্যন্ত দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এদিকে শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে বজ্রবিদ্যুৎ-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবারের পূর্বাভাসে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আদ্রতাজনিত আবহাওয়া বজায় থাকবে।