Md Salim: তৃণমূল-বিজেপি থাকবে আর টিকিট কালোবাজারি হবে না এমন হয় নাকি: মহ: সেলিম

তৃণমূল-বিজেপি থাকবে আর কালোবাজারি হবে না তাও কি হয় নাকি? বিশ্বকাপে টিকিট বিক্রির কালোবাজারি ইস্যুতে এমনই কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম।…

তৃণমূল-বিজেপি থাকবে আর কালোবাজারি হবে না তাও কি হয় নাকি? বিশ্বকাপে টিকিট বিক্রির কালোবাজারি ইস্যুতে এমনই কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক (Md Salim) মহম্মদ সেলিম। বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনার পাশাপাশি টিকিট বিক্রির কালোবাজারি চলছে। প্রবল বিতর্কে সিএবি। খোদ সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে লালবাজারে হাজিরা দিতে হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম রাজ্য কমিটি সাংগঠনিক কর্মকান্ড ও বিজেপি বিরোধী জোট নিয়ে জটিলতা কাটাতে বর্ধিত সম্মেলন করল হাওড়ায়। সিপিআইএমের এই ‘প্লেনাম’-এ দলটির সর্বভারতীয় সা়ধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আসেন। তাঁর উপস্থিতিতেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরব হলেন বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রির কালোবাজারি নিয়ে।

মহম্মদ সেলিম বলেন বিশ্বকাপ ম্যাচের টিকিট কালোবাজারির প্রসঙ্গে রাজ্য ক্ষমতাসীন তৃ়নমূল ও বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন তৃণমূল ও বিজেপি মানেই অনৈতিক কর্মকান্ড। এইচ প্রসঙ্গে সেলিম বলেন, বিসিসিআই হলো সব থেকে ধনী ক্রীড়া বোর্ড। আর এই সংস্থার মাথায় যাকে বসানো হয়েছে তাতেই স্পষ্ট বিজেপি পরিবারতন্ত্র চালাচ্ছে।

বিশ্বকাপের টিকিট কালোবাজারি বিতর্কে জড়িয়েছেন স্নেহাশিস গাঙ্গুলি। ফলে বিতর্কের গরম আ়ঁচ লেগেছে তাঁর ভাই সৌরভ গাঙ্গুলিরও। অভিযোগ, স্নেহাশিসকে আড়াল করতে চাইছেন সৌরভ। এদিকে টিকিট কালোবাজারি নিয়ে ক্ষোভ তীব্র। বিশ্বকাপ টিকিটের কালোবাজারির অভিযোগ তুলে ময়দান এবং এন্টালি থানায় মোট ৭টি এফআইআর হয়েছে।সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা। টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ।