Rail Roko: রাজ্যজুড়ে আদিবাসী সমাজের রেল অবরোধে বাতিল বহু ট্রেন

সারনা ধর্ম কোড চালু করার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ (Rail Roko) চলছে সকাল থেকেই। পূর্ব বর্ধমানের জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে এদিল সাত সকাল থেকেই অবরোধ আন্দোলনে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

Rail Roko by tribal communities

সারনা ধর্ম কোড চালু করার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ (Rail Roko) চলছে সকাল থেকেই। পূর্ব বর্ধমানের জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে এদিল সাত সকাল থেকেই অবরোধ আন্দোলনে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় চলছে অবরোধ আন্দোলন৷ মালদহের আদিনা স্টেশনেও চলছে অবরোধ। রাজ্যজুড়ে রেল অবরোধের জেরে আটকে পড়েছে বহু দুরপাল্লা সহ লোকাল ট্রেন।

Advertisements

আরও পড়ুন: Tripura Election 2023: মোদীর অভ্যর্থনায় তৈরি বিজেপি, কর্মসংস্থান ইস্যুতে জেরবার শাসক দল

   

পুরুলিয়ায় আদিবাসীদের মারাংবুরু অর্থাৎ পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মের মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আদিবাসীরা। তাদের বক্তব্য, অবিলম্বে তা পুনরায় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া ও সারনা ধর্মের কোড চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক আগেই দেওয়া হয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে।

আরও পড়ুন: Enforcement Directorate: দুর্নীতি মামলায় সাংসদের ছেলেকে গ্রেফতার করল ইডি

আদিবাসী সমাজের পক্ষে দীর্ঘদিন ধরে সারনা ধর্মের দাবি করা হচ্ছিল। আন্দোলনকারীদের মূল বক্তব্য, তাঁরা নিজস্ব ধর্মাচরণ চান। আর তার জন্যই সারনা ধর্ম স্বীকৃতির দাবি তাদের। আদিবাসী সেঙ্গেল অভিযান এই অবরোধের ডাক দিয়েছে।

সকাল থেকে পুরুলিয়ার খেমাশুলিতে চলছে রেল অবরোধ। সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধের জেরে বহু ট্রেন ঘুরপথে চালানো হয়েছে। এই মুহুর্তে আটকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে রেল অবরোধের জেরে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস। কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস। একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস। এখনও অবধি কোনও ট্রেন বাতিল করা হয়নি। দ্রুত যাতে পরিস্থিতি আয়ত্তে আনা যায়, তার জন্য চলছে বৈঠক।

আরও পড়ুন: CAG is Coming: ক্যাগের রাজ্য সফর নিয়ে শুভেন্দুদের বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

শুধুমাত্র বাংলা নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ একাধিক রাজ্যে আদিবাসীদের তরফে এই রেল অবরোধ কর্মসূচি। একাধিক দুরপাল্লার ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাটানগর দানাপুর এক্সপ্রেস বাতিল করতে হয়েছে।