TMC: ভাঙন অব্যাহত রেখে একাধিক বিজেপি কর্মী সমর্থক নাম লেখালেন তৃণমূলে

জেলায় জেলায় ভাঙন অব্যাহত। এবার নদীয়ার নবদ্বীপে পুর নির্বাচনের প্রাকমুহুর্তে বিজেপিতে বড়সড় ভাঙ্গন দেখা দিল। পুর নির্বাচন হতে আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি। তার…

জেলায় জেলায় ভাঙন অব্যাহত। এবার নদীয়ার নবদ্বীপে পুর নির্বাচনের প্রাকমুহুর্তে বিজেপিতে বড়সড় ভাঙ্গন দেখা দিল। পুর নির্বাচন হতে আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি। তার আগে বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বর্গ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের দলত্যাগের এই ঘটনা নবদ্বীপ পুর এলাকায় বিজেপির শক্তি অনেকটাই ক্ষুন্ন হলো, যার প্রভাব সরাসরি পড়বে নির্বাচনের ভোট বাক্সে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। এহেন ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বঙ্গ গেরুয়া বাহিনী।

শনিবার নবদ্বীপ পুরসভা ১৬ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে প্রকাশ্যে এক দলীয় কর্মী সভায় বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা যোগদান করেন তৃণমূলে। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম। সভামঞ্চে বিজেপি থেকে আগত দলত্যাগী কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও প্রাক্তন পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।

জানা গিয়েছে, ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে। আসন্ন নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সহ বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করে জয়লাভ করবেন তিনি বলে জানান তৃণমূল প্রার্থী শিক্ষক নিতাই চন্দ্র দাস।