TMC: ‘বিদ্রোহের ভয় তাহলে সত্যি’, এক ব্যক্তি, এক পদ নিয়ে সরব বিজেপি

তৃণমূলের ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করল বিজেপি। তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতির জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি…

তৃণমূলের ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করল বিজেপি। তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতির জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যায়। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী খোদ এই নীতির সমর্থনে নেই। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা।

এদিকে এই ইস্যুতেই বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের হুমকি দিতেই তৃণমূলের সব পদের বিলোপ?’

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিনি তৃণমূলকে খোঁচা দিয়ে আরও বলেন, ‘এরপর কী? সব মন্ত্রীদের বরখাস্ত করে সরকার চালাবেন মাননীয়া? এক ব্যক্তি, এক পদের কথা বলতেই অভিষেক ঘনিষ্ঠদের কোণঠাসা করা হল? বিদ্রোহের ভয় তাহলে সত্যি।’ এদিকে অমিত মালব্যর টুইটকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন, ‘আগে নিজের দল সামলান অমিত মালব্য, নিজের চরকায় তেল দিন। তৃণমূল ঐক্যবদ্ধই রয়েছে।’ রবিবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল পার্টি নয়, ওটা একটা প্রাইভেট পার্টি। তৃণমূলে কারও কিছু বলার অধিকার নেই।’