Mamata Banerjee : গোয়াতে এবার মমতার ‘একলা চলো রে’ নীতি, কংগ্রেসের মুচকি হাসি

দলীয় সাংগঠনিক সভা থেকে তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়ার নির্বাচনের জন্য বার্তা দিলেন। সেখানে বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট যে হচ্ছে না…

দলীয় সাংগঠনিক সভা থেকে তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়ার নির্বাচনের জন্য বার্তা দিলেন। সেখানে বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট যে হচ্ছে না তা স্পষ্ট টিএমসি নেত্রীর কাছে। তিনি জানিয়েছেন, “কংগ্রেসকে দেখলে কষ্ট হয় আমার। মেঘালয়ে ওরা বিজেপির হয়ে ভোট করে। চণ্ডীগড়েও তাই।” রবীন্দ্রনাথ ঠাকুরের শরনাপণ্ণ হয়ে বললেন, “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।”

কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ওদের অহং এর জন্য কিছু করা যায়নি।”

   

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়াতে ভোট। কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবেই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না। কংগ্রেস বারবার অভিযোগ করে গোয়াতে তাদের ভোট ভাগ করা ও দল ভাঙানোর ছক করেছে বিজেপি। আরও অভিযোগ, যেখানে বিজেপি দূর্বল সেখানে টিএমসি গিয়ে ভোট ভাঙানোর কাজ করছে বকলমে সংঘ পরিবারের বি টিম হয়ে। তবে টিএমসি নেত্রীর দাবি, তিনি অ বিজেপি শক্তির জয় দেখতে চান।

গোয়াতে কংগ্রেসের বিরুদ্ধে টিএমসিকে না নামতে খোদ এনসিপি নেতা শারদ পাওয়ার বুঝিয়েছিলেন। মহারাষ্ট্রে শাসক জোটের প্রধান শরিক শিব সেনা সরাসরি মমতার যুক্তি অস্বীকার করে তাদের মুখপত্রে সম্পাদকীয় প্রকাশ করে। এর পরেই টিএমসির মিশন গোয়া বিফলে গেছে বলেই মনে করা হচ্ছে। গোয়াতে টিএমসি ত্যাগের হিড়িক লেগেছে।

পরিস্থিতি বুঝে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একলাই চলবে দল। তিনি বলেন, ‘বিজেপিকে দেশ থেকে হঠানোর জন্য তৃণমূলকে আরও মজবুত করুন। তৃণমূল এখন জাতীয় দল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ৪ বছর অন্তর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়।