গাড়ির হেডলাইটে পরীক্ষা দিল 400 উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

চরম দারিদ্র্যের কারণে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করতেন বিদ্যাসাগরমশাই। ২০০ বছর আগের সেই ঘটনার স্মৃতি এবার ফিরল বিহারে। তবে রাস্তায় গাড়ির হেডলাইটে পড়াশুনো নয়,…

চরম দারিদ্র্যের কারণে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করতেন বিদ্যাসাগরমশাই। ২০০ বছর আগের সেই ঘটনার স্মৃতি এবার ফিরল বিহারে। তবে রাস্তায় গাড়ির হেডলাইটে পড়াশুনো নয়, হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় ৪০০ জন পরীক্ষার্থী গাড়ির হেডলাইটের আলোয় তাদের পরীক্ষা দিলেন। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারিতে।

জানা গিয়েছে সোমবার মহারাজা হরেন্দ্র কিশোর কলেজে উচ্চ মাধ্যমিকের হিন্দি পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হওয়ার সময় ছিল ১টা ৪৫মিনিট। কিন্তু পরীক্ষা শুরু হয় বিকেল সাড়ে চারটায়। কারণ তখনও পর্যন্ত সব পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। বসার ব্যবস্থা নিয়েও তৈরি হয় অসন্তোষ। ক্ষুব্ধ ছাত্ররা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরই শুরু হয় পরীক্ষা।

   

কিন্তু ততক্ষণে প্রায় ৩ ঘণ্টা সময় নষ্ট হয়ে গিয়েছে। ফলে সন্ধ্যার অন্ধকার নেমে আসে। কিন্তু ওই কলেজে বিদ্যুতের কোনও ব্যবস্থা না থাকায় দেখা দেয় বিপত্তি। স্কুল কর্তৃপক্ষ জেনারেটর ভাড়া করেন। কিন্তু দূর থেকে জেনারেটর আসার আগে অভিভাবকরা তাঁদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে ছেলেমেয়েদের পরীক্ষার ব্যবস্থা করেন। গাড়ির হেডলাইটের আলোয় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি জানতে পেরে মোতিহারি জেলা প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।