GangaSagar Mela: পূণ্যার্থীদের সুখবর দিয়ে গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল

কলকাতা: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা৷ কথাতেই আছে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার৷ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা৷ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত৷…

কলকাতা: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা৷ কথাতেই আছে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার৷ ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা৷ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত৷ ১৫ জানুয়ারি রাত ১২ টা বেজে ১৩ মিনিট থেকে ১৬ জানুয়ারি দুপুর ১২ টা বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকছে পূণ্যস্নানের সময়৷

এবার ১৫ জানুয়ারি মকরস্নান৷ তার আগে ১২ তারিখ থেকেই অতিরিক্ত ট্রেনের ঘোষণা করল রেল৷ গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদহ থেকে নামখানার মধ্যে অতিরিক্ত ৭২টি ট্রেন ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন৷ শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানান, গত বছর ৮ লক্ষ যাত্রী হয়েছিল গঙ্গাসাগর মেলা উপলক্ষে৷ এবছর তা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷ তাই ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ৭২টি ট্রেন আপ এবং ডাউন লাইনে চলাচল করবে৷

১২ জানুয়ারি আপ লাইনে ৫টি এবং ডাউন লাইনে ৪টি স্পেশাল ট্রেন চলবে

১৩ জানুয়ারি আপ লাইনে ৮টি এবং ডাউন লাইনে ৭টি স্পেশাল ট্রেন চলবে

১৪ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৮টি স্পেশাল ট্রেন চলবে

১৫ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে

১৬ জানুয়ারি আপ লাইনে ৭টি এবং ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে

১৭ জানুয়ারি আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৩টি স্পেশাল ট্রেন চলবে

অর্থাৎ আপ লাইনে ৩৯টি এবং ডাউন লাইনে ৩৩টি স্পেশাল ট্রেন চলবে

শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে৷ শিয়ালদহে অতিরিক্ত ২টি, কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে৷ অতিরিক্ত ১৬৮ জন টিটিই এবং আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে কাকদ্বীপ, নামখানা এবং শিয়ালদহ স্টেশনে৷

সেই সঙ্গে ২২৫০ সরকারি বাস, ২৫০ টি বেসরকারি বাস, ৩২ টি ভেসেল, ১০০ টি লঞ্চ, ২১ টি জেটি ব্যবহার করা হবে৷ কার্গো ভেসেলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ অতিরিক্ত ৬৬ টা ট্রেন চলবে বলে জানা গিয়েছে রেল দফতর সূত্রে৷ কোন প্রকার দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ পুণ্যার্থীদের জন্য ৭ টি বড় হাসপাতাল ও ৫ টি ক্ষণস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করে রাখা হয়েছে৷