নন্দীগ্রাম থানাই ভেঙে দিলেন মমতা? শুভেন্দুকে আটকাতে বড় প্ল্যান

   এবার নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের আগের দিনই বিজেপি কর্মীর খুনের ঘটনাতে উত্তাল হয় নন্দীগ্রাম। রাস্তা কেটে, গাছের…

  

এবার নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের আগের দিনই বিজেপি কর্মীর খুনের ঘটনাতে উত্তাল হয় নন্দীগ্রাম। রাস্তা কেটে, গাছের গুড়ি ফেলে,আগুন জ্বালিয়ে অবরোধের হিংসাত্মক চেহারা দেখা যায়। নির্ধারিত দিনে নন্দীগ্রামে ভোটগ্রহণ করা যাবে কি না, তাই নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছিল। এবার সেই ঘটনার কারণেই কি নন্দীগ্রাম থানাকে ভাঙছেন মমতা (Mamata Banerjee)?

নবান্ন সূত্রে খবর নন্দীগ্রাম থানাকে ভেঙে আরও দুটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। রেয়াপাড়া এবং তেখালি এই দুটি নতুন থানায় তৈরি করা হচ্ছে। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত করতে গোটা এলাকা জুড়ে থাকবে তিনটি থানা। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন থানা তৈরির যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

   

সংসদে মোদী-শাহকে গঙ্গাজলে ধুয়ে দিলেন কল্যাণ! ছাড়লেন না চন্দ্রবাবুর বউকেও?

তবে শুধু নতুন দুটি থানাই নয়, আরও দুটি আউট পোস্ট নতুন করে তৈরি করা হচ্ছে। রামচক এবং সোনাচূড়া এই দুটি জায়গায় রাজ্য পুলিশের নতুন আউটপোস্ট তৈরি হবে বলে জানা গিয়েছে। কোন থানার নিয়ন্ত্রণ কোন কোন এলাকায় থাকবে, সেই সমস্ত সিদ্ধান্তও ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর সূত্রে নেওয়া হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এখন তো-জোর চলছে রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার জন্য। তারপরই এই দুটি নতুন থানা এবং দুটি নতুন আউটপোস্টের কাজকর্ম শুরু হয়ে যাবে।

২০২১-এর নির্বাচনে হেভিওয়েট প্রেস্টিজ ফাইটে শুভেন্দু অধিকারীর কাছে এই নন্দীগ্রাম বিধানসভাতেই পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও সেই পরাজয়ের পিছনে ষড়যন্ত্র আছে এই অভিযোগে আদালতে মামলা চলছে। মুখ্যমন্ত্রী নিজে বারংবার অভিযোগ করেছেন যে তাকে চক্রান্ত করে হারানো হয়েছে।। অপরদিকে ২০২৪-এর লোকসভাতেও তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামে বিজেপিরই জয়জয়কার। তমলুক আসন হাতছাড়া তো হয়েইছে, সেই সঙ্গে আরেকবার নিজের ম্যাজিক দেখিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কৃত্রিম মেধার প্রয়োগেই বাজিমাত, স্বাস্থ্যসাথী প্রকল্পের এইসব নিয়মে বড় বদল মমতা সরকারের

লোকসভা নির্বাচনের পরপরই নন্দীগ্রাম থানা ভেঙে নতুন থানা তৈরীর সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। অবশ্য সদ্যসমাপ্ত নির্বাচনে সন্ত্রাসের ঘটনায় প্রায় চল্লিশেরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর হয়েছে নন্দীগ্রাম থানায়। বিজেপির দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের সমর্থকদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। যা নিয়ে আদালতে ভৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্যের প্রশাসনকে। আর সেই আবহেই এই সিদ্ধান্ত কি ২০২৬ এর বিধানসভা ভোটের জন্যই? তাহলে কি এখন থেকেই সেই লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা? বিশেষজ্ঞদের মতে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।