Municipal Election: অধীর ও অধিকারীদের তিন দশকের দুর্গ ভেঙে দিলেন মমতা

তিন দশক। বাম জমানা থেকে টিএমসির জমানা। এই তিন দশকে সরকার পাল্টে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান হয়েছিল,সেটিও ধুলোয় মিশতে চলেছে। বামেরা শূন্য থেকে ঘুরে…

তিন দশক। বাম জমানা থেকে টিএমসির জমানা। এই তিন দশকে সরকার পাল্টে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান হয়েছিল,সেটিও ধুলোয় মিশতে চলেছে। বামেরা শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে। কংগ্রেস করুণতর।

কাঁথি:
পুরসভা ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাড়ে তিন দশকের অধিকারী পরিবার ভিত্তিক রাজনীতিই শেষ হয়ে গেল। পুরসভায় বিজেপির চূড়ান্ত পরাজয় হলো। টিএমসির জয় এখানে। তবে ক্ষমতার ভরকেন্দ্র এখন অধিকারী পরিবারের হাত থেকে গিরি পরিবারের দিকে চলে গেছে। শিশির অধিকারী থেকে কাঁথি পুরসভা কখনো কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস আর গত বিধানসভার ভোট থেকে বিজেপির মধ্যে যাওয়া আসা করেই চলেছে। তবে পুরসভা ভোটে সেই অধিকারীদের ক্ষমতাচ্যুত পরিস্থিতি। তার বদলে চরম বিরোধী গোষ্ঠী মন্ত্রী অখিল গিরির দিকে ক্ষমতার ভর চলে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস এলাকা বিজেপির হাতছাড়া। গুঞ্জন তিনি ফের টিএমসিতে ফিরতে পারেন।

   

বহরমপুর:

মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানেই কংগ্রেসের জবরদস্ত নেতা অধীর চৌধুরীর ঘাঁটি। তিনি সাংসদ। তবে পুরভোটে তিনি বহরমপুর হারালেন। এই পুরসভায় টানা তিন দশক পর কংগ্রেস হাতে। ক্ষমতায় টিএমসি। রাজ্যে টানা চৌত্রিশ বছরের বাম শাসন ও গত ১০ বছরের টিএমসি আমলে বহরমপুর ছিল কংগ্রেসের মরুদ্যান। টানা তিন দশক কংগ্রেসের দুর্গ। অধীর চৌধুরী বঙ্গ কংগ্রেসের মুখ। গত লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে জয়ী হন। তাঁর এলাকায় এবার ঘাসফুল ফুটেছে।