দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, অনিশ্চিত মোদী-মমতার বৈঠক

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেটে বাংলাকে অবহেলা করার অভিযোগেই মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করলেন…

Mamata Banerjee explained on social media that she did not threaten the doctors and Fonse words have been misinterpreted, ফোঁস-জুনিয়র ডাক্তারদের হুমকি! বিতর্ক বাড়তেই তড়িঘড়ি সাফাই দিলেন মমতা

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেটে বাংলাকে অবহেলা করার অভিযোগেই মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করলেন বলে জানা গিয়েছে। নীতি আয়োগের বৈঠকের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। ফলে সেই সম্ভাবনাও আপাতত বিশবাঁও জলে বলেই মনে করা হচ্ছে।

Ladakh: হঠাৎ লাদাখে বিরাট ট্যাঙ্ক বাহিনী মোতায়েন চিনের, আতঙ্ক বাড়ছে উপত্যকায়

   

আগামীকাল দিল্লি যাবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল। এছাড়াও দিল্লিতে তৃণমূলের পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। 

রাজ্যের জমি অধিগ্রহণে অনীহা, বাংলায় রেল প্রকল্পে ঢিলেমির কারণ: রেলমন্ত্রী

নীতি আয়োগের বৈঠকে দেশের আগামী দিনে দেশের আর্থিক রূপরেখা নিয়ে একটি ভিশন ডকুমেন্ট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। সেই আর্থিক রূপরেখায় বাংলার অবস্থান কোথায় থাকবে, তা খতিয়ে দেখতেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এছাড়াও একশো দিনের কাজের বকেয়া অর্থ সহ কেন্দ্রের কাছে এখনও নানান আর্থিক পাওনা রয়েছে রাজ্যের। সেই আর্থিক বিষয়েও তিনি আলোচনা করতেন বলে জানা গিয়েছিল।

Mamata Banerjee: ফিরল রেড রোডের দুর্ঘটনার স্মৃতি! সময়ের হেরফেরে বড় বিপদ এড়ালেন মমতা

লোকসভা ভোটে জিতে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন রাজ্যের দেনা পাওনা সমস্ত কিছু মেটাতে হবে কেন্দ্রকে। তা না হলে দিল্লিতে ধর্ণায় বসবেন। এরপর বাজেটে বাংলার ভাগ্যে উল্লেখযোগ্য কিছু না জোটায় মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারপর মমতার পূর্বনির্ধারিত দিল্লি সফর আচমকা স্থগিত রাখা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।