কমলা হ্যারিস নয়, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে কাকে পছন্দ প্রাক্তনী বারাক ওবামার?

প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে গিয়েছেন জো বাইডেন। তার বদলে ওই পদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে দুরমুশ ডেমোক্র্যাটদের বাজি এখন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যেই বহু ডেমোক্র্যাট…

Why Barack Obama Hasn't Endorsed Kamala Harris In US Polls

প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে গিয়েছেন জো বাইডেন। তার বদলে ওই পদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে দুরমুশ ডেমোক্র্যাটদের বাজি এখন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যেই বহু ডেমোক্র্যাট পদাধিকারী কমলাকে সমর্থন করেছেন। তবে, এখনও নীরব প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্ক পোস্ট অনুসারে, ওবামা কমলা হ্যারিসকে এখনও পর্যন্ত সমর্থন জানাননি।

প্রেসিডেন্ট বাইডেনের পরিবারের একটি সূত্র নিউ ইয়র্ক পোস্ট’কে জানিয়েছে যে, ‘ওবামা খুব বিরক্ত, কারণ তিনি জানেন যে কমলা হ্যারিস জিততে পারবেন না।’ সূত্রটি জানিয়েছে যে, ‘ওবামা জানেন কমলা অযোগ্য। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস কখনও সীমান্ত পরিদর্শন করেননি, কিন্তু দাবি করেছেন যে সব অভিবাসীদের স্বাস্থ্য বীমা থাকা উচিত। তিনি কিছুতেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন না।’ সূত্রটি জানাচ্ছে যে, ‘কেউ যখন রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তখন এমন অনেক কিছু রয়েছে যা আপনি বলতে পারেন না। কমলা হ্যারিস সেসবের ধার ধারেননি।’

   

প্রেসিডেন্ট পদের দৌড়ে কমলার বদলে কাকে চাইছেন ওবামা? নিউ ইয়র্ক পোস্ট’কে সূত্র জানিয়েছে যে, আগামী মাসে ডেমোক্র্যাটিকদের ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হলে ওবামা অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি’র প্রতি বাজি ধরতে পারেন। সূত্রটি ওঅ জানাচ্ছে যে, “ওবামা অসন্তুষ্ট, কারণ তাঁর মত দিয়ে সব কিছু হচ্ছে না। ফলে তিনি হ্যারিসের সমর্থনে কোনও প্রচারে যোগ দিতেও নারাজ।’

তবে এতসবের পরেও তবে, এনবিসি নিউজ বৃহস্পতিবার জানিয়েছে যে- বারাক ওবামা খুব শীঘ্রই কমলা হ্যারিসকে সমর্থন করার পরিকল্পনা করছেন।

ওবামা ব্যক্তিগতভাবে হ্যারিসের প্রার্থী পদকে সম্পূর্ণ সমর্থন করেছেন এবং তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওবামা এবং হ্যারিসের সহযোগিরাও প্রচারে তাঁদের দু’জনকে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন, যদিও কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।’

জো বাইডেনের জায়গায় মিশেল ওবামা?

জল্পনা অনেক দিনই ছিল। ডেমোক্রেট দলের অন্দরেই গুঞ্জন ওঠে যে- জো বাইডেন সরে যাক। তখনই মার্কিন সেনেটর টেড ক্রুজ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা বাইডেনের স্থলাভিষিক্ত হবেন। অর্থাৎ প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটদের হয়ে লড়াই করবেন।

সেনেটর টেড ক্রুজের ভবিষ্যদ্বাণী, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের ‘প্রেসিডেনশিয়াল ডিবেটে’র পরে এসেছিল, যা রাজনৈতিক বিশ্লেষকদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়। টেড বলেছিলেন যে, ‘৮০ শতাংশের উপর ডেমোক্রেট জো বাইডেনকে চাইছেন না, এঁরা চাইছেন মিশেল ওবামা প্রেসিডেন্টের দৌড়ে লড়াই করুন। কারণ ট্রাম্পের সামনে বাইডেনের শোচনীয় যুক্তির পর সকল ডেমোক্রেটই আতঙ্কের মধ্যে রয়েছে।’

এতকিছুর মধ্যেও অবস্য, মিশেল ওবামা এখনও পর্যন্ত হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার দৌড়ে যোগ দিতে কোনও আগ্রহ প্রকাশ করেননি।