বুধবার বিকেলে মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান (Mamata Banerjee)। কিন্তু তারই আগে অডিটোরিয়াম চত্বরে ঘটে গেল এক বিপর্যয়। বিপর্যয় আরেকটু পরে ঘটলেই বড়সড় বিপদের সম্ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)।
মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী বিগত বেশ কয়েক বছর ধরে বেশ ধুমধাম এর সঙ্গে পালন করা করা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজন এর দায়িত্ব থাকে পশ্চিমবঙ্গের তথ্য এবং সংস্কৃতি দপ্তর। সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে।
বুধবার বিকেল থেকেই সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথি অভ্যাগতরা আসতে শুরু করেছিলেন। আর সেই সময়ই ঘটে বিপর্যয়। অডিটোরিয়ামে ঢুকবার মূল গেটের সামনে একটি বড় লোহার তোরণ ভেঙে পড়ে। পুলিশ প্রশাসনের একাংশের দাবি এই তোরণের নিচ দিয়েই প্রবেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
“স্পিকার বোলতা হ্যায় তো…”! সংসদে অভিষেকের পরপর বাউন্সারে দিশাহারা খোদ স্পিকারই?
এদিন বিকেলের কিছুটা আগেই হুড়মুড়িয়ে হঠাৎ করে ভেঙে পড়ে এই লোহার সুদৃশ্য তোরণের একাংশ। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুলিশের দাবি এই ঘটনায় দুজন আহত হয়েছেন। এই মুহূর্তে এসএসকেএম হসপিটালে তাদের চিকিৎসা চলছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি যে, আহত হয়েছেন বেশ কয়েকজন।
এরপরে আবার সেই তোরণটিকে ঠিক করার সময় খুলে পড়ে যায় তোরণের লোহার ফ্রেমে থাকা বোর্ড। মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত সেই বোর্ড খুলে দু দুবার পড়ে যায় এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। তারপরে আবার ঠিকঠাক করে আটকানো হয় বোর্ডটিকে।
একেতেই লোহা দিয়ে তৈরি বড় তোরণ, তার উপরে পাশেই ছিল বিদ্যুৎ সংযোগের লাইন। সবমিলিয়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারত বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। খোদ মুখ্যমন্ত্রী যেখান দিয়ে প্রবেশ করবেন, সেখানে কিভাবে এত বড় গাফিলতি? এই প্রশ্নই এখন তাড়া করছে পুলিশ প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের।
Mamata Banerjee: কোষাগারের ‘ভাঁড়ে মা ভবানী’ দশা! অথচ মমতার মিটিংয়ে ৬০ লাখ খরচ কর্পোরেশনের?
চলতি বছরে জানুয়ারি মাসেই কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে এরকমই ঘটনা ঘটেছিল। রেড রোডে সেই ম্যারাথন অনুষ্ঠানে এরকমই লোহার তোরণ ভেঙে পড়ে। ঘটনায় মারাত্মকভাবে আহত হন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেই সঙ্গে আরও দুজন ম্যারাথনে অংশগ্রহণকারীও আহত হয়েছিলেন।
তারপর আজকেও আবার সেই দৃশ্য দেখা গেল। প্রসঙ্গত উল্লেখ্য, রেড রোডের ম্যারাথনে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দৌড়েছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেরই মতে আজকের দুর্ঘটনাটি আগে ঘটে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রবেশের সময় যদি এই ঘটনা ঘটতো, তাহলে আরও বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা ছিল।