আরও ৩-৪টে আসন পেতাম, বিজেপি ভোট লুট করেছে, বিস্ফোরক অভিযোগ মমতার

বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর দাবি, অবজারভারদের একাংশকে কাজে লাগিয়ে ভোটগণনাতেও কারচুপি করা হয়েছে। আজ, শনিবার…

mamata-banerjee-bjp-looted-votes-in-west-bengal-in-lok-sabha-elections

বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর দাবি, অবজারভারদের একাংশকে কাজে লাগিয়ে ভোটগণনাতেও কারচুপি করা হয়েছে। আজ, শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদ, রাজ্যসভার সদস্য, সমস্ত জেলা পরিষদের সভাপতি এবং কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে ভোট লুট এবং গণনায় কারচুপির অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, ৩-৪টে আসনে হারানো হয়েছে আমাদের। পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। জেলাশাসক-আইসি বদল করে ভোট লুট করা হয়েছে। অবজারভারদের একাংশকে কাজে লাগিয়ে ভোট গণনাতেও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

   

৪ জুন ভোট গণনায় দিনও পূর্ব মেদিনীপুরের কাঁথির কেন্দ্রের গণনা নিয়ে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বলেন, ইচ্ছে করে তৃণমূলের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জেতার পরেও নির্বাচন কমিশন চেষ্টা করছে, যাতে বিজেপিকে আরও কিছু আসনে জেতানো যায়। সেই কারণে জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দিচ্ছে না।

মমতার খাসতালুক ভবানীপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে তৃণমূল! চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভেন্দু

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সন্ধ্যায় আরও বলেন, কাঁথিতে আমরাই জিতেছি। কিন্তু বিজেপির পর্যবেক্ষকেরা শংসাপত্র আটকে রেখেছে। ইচ্ছে করে বিজেপির পর্যবেক্ষকদের বাংলায় পাঠানো হয়েছে। পর্যবেক্ষককে কাজে লাগিয়ে, এসব করে বেড়াচ্ছে বিজেপি। দরকারে ফের গণনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।

‘আমরা বসে থাকার জন্য যাচ্ছি না’, মমতার দিল্লি কাঁপানোর হুঙ্কার

একই সঙ্গে মমতা অভিযোগ করেন, তমলুক কেন্দ্রে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো বলেন, তমলুকে ভোট হয়নি, পুরো রিগিং হয়েছে। নন্দীগ্রামের মতো চক্রান্ত করে তমলুকে সামান্য ভোটে আমাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে পুনর্গণনা চাইব। পুনর্গণনা হলে দেখা যাবে ওই কেন্দ্রে বিজেপি হেরে গিয়েছে।

রেকর্ড ভোটে জয়, তারপরই সটান দিল্লিতে! মন্ত্রী হতে পারেন বাংলার এই বিজেপি সাংসদ

প্রসঙ্গত, কাঁথি লোকসভা আসনে এবার বিজেপির টিকিট দিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছিলেন দলের দাপুটে নেতা উত্তম বারিক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে জয়লাভ করেছেন সৌমেন্দু অধিকারী। পাশের তমলুকে কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

‘দুঃখিত, ক্ষমা চাইছি’, রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় দোষ স্বীকার সোহমের