Malda: পিস্তল নিয়ে ফেসবুকে কায়দাবাজি করে ধৃত তৃণমূল নেতা

Malda Tmc leader with pistol photo gets viral

ফেসবুকের ছবিটা বিপদ ডেকে আনল। পিস্তল হাতে কায়দাবাজি করে ছবি দিয়ে এখন পুলিশের জালে মালদার (Malda) তৃণমূল কংগ্রেস নেতা। ছবি ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করেছে ওই তৃণমূল নেতাকে। ধৃতের নাম মহম্মদ সাহিদুল করিম। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বরনাহি গ্রামে।

দিন কয়েক আগে ফেসবুকে একটি সেভেন এম এম পিস্তল হাতে নিয়ে ছবি পোষ্ট করেছিন সাহিদুল। সেই ছবি ভাইরাল হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সাহিদুলের বিষয়ে খোঁজ নিতে শুরু করে। জানা যায়, সো স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেভেন এম এম পিস্তল।

   

আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্টের জেরে ওই তৃণমূল কে কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে তরজা। ধৃত মহঃ সাহিদুল কে নিয়ে বিড়ম্বিত জেলা পুলিশ। এর আগেও আগ্নেয়াস্ত্র সহ আরও এক টিএমসি নেতার ছবি ভাইরাল হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন