I League : এমন কয়েকজন বিদেশি যারা তুলে ধরেছিলেন ভারতীয় ফুটবলের মান

ইন্ডিয়ান সুপার লিগের বয়স হাতে গোনা কয়েক বছর। তার আগে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে গিয়েছিল আই লিগ ( I League)। সেখানে এমন কয়েকজন ফুটবলার খেলেছেন…

ইন্ডিয়ান সুপার লিগের বয়স হাতে গোনা কয়েক বছর। তার আগে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে গিয়েছিল আই লিগ ( I League)। সেখানে এমন কয়েকজন ফুটবলার খেলেছেন যাঁদের নাম মনে রাখবে ইতিহাস। 

Ranti Martins

বিপক্ষ দলের ত্রাস। ন্যাশনাল ফুটবল লিগ এবং আই লিগ মিলিয়ে করেছেন ২১৩ টি গোল। ডেম্পর সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল তাঁর কাছে। ইস্টবেঙ্গলের জার্সি পরেও খেলেছিলেন শেষ বেলায়। ২০১১/১২ মরশুমে করেছিলেন ৩২ গোল।

Odafa Onyeka Okolie

বাংলাদেশে মুক্তিযোদ্ধা দলের হয়ে নজর কেড়েছিলেন। সেখান থেকে তাঁকে সই করিয়েছিল চার্চিল ব্রাদার্স। পরে মোহনবাগান দলের গোলমেশিন হয়েছিলেন। বাংলাদেশে যাওয়ার আগেই অবশ্য ভারতীয় ফুটবলের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। লিগে ১৩ টি হ্যাটট্রিক করার নজির রয়েছে ওডাফার।

Yusif Yakubu

২০০০ সালে চার্চিল ব্রাদার্সে যোগ দিয়েছিলেন। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ যে খুব বেশি ছিল তেমনটা না। সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন। লিগে দু’বার হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। পরে ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব সহ একাধিক দলে খেলেছিলেন।

Jose Ramirez Barreto

মোহনবাগান জনতা তথা কলকাতার আবেগের এক নাম। মোহনবাগানের হয়ে কলকাতা ডার্বিতে করেছিলেন ১৭ গোল। সবুজ মেরুন জার্সির জেনারেল অন ফিল্ড।

Chidi Edeh

কলকাতা ডার্বিতে চার গোল করা একমাত্র ফুটবলার। এ এফ সি কাপ প্রতিযোগিতায় রয়েছে ছয় গোল। কলকাতার তিন প্রধানের পাশাপাশি ভারতের একাধিক ক্লাবে চুটিয়ে খেলেছেন।