করোনা কাটিয়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে সোমবার শুরু মাধ্যমিক

সোমবার থেকে শুরু হচ্ছে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ১ বছর পর ক্লাসরুমে বাকিদের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। তবে সংক্রমণ যেন না হয়…

school reopen in west bengal

সোমবার থেকে শুরু হচ্ছে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ১ বছর পর ক্লাসরুমে বাকিদের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। তবে সংক্রমণ যেন না হয় সেইজন্য একাধিক কড়া নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: সচিনকে ছুঁয়ে ইতিহাস মিতালির, পাক বধ করে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের 

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ছাত্রী রয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। করোনার কারণে বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। ২০২২-এ মোট ৮ হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবারে প্রায় ৫০ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

Advertisements

আরও পড়ুন: ইতিহাস আর ভ্রমণের অনন্য মিশেল, ঘুরে আসতে পারেন ধোলাভিরা থেকে

পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। পরীক্ষার সময় কোনও রকম অশান্তি ঠেকাতে গত মাস থেকেই চালু করা হয়েছে কন্ট্রোল রুম। প্রতিটি স্কুলে থাকবে আইসোলেশন রুম। বেলা ১২ টা দিয়ে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ৩ টেয়। এছাড়া, পরীক্ষার দিনগুলিতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ থাকবে নেট পরিষেবা। বিশেষত যেখানে টুকলির প্রবণতা বেশি। এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত।