IND vs SL 1st Test: তৃতীয় দিনেই ২২২ রানের দুরন্ত জয় ভারতের

সদ্য টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মারা। এই দলকে যে টেস্টেও (IND vs SL 1st Test) জোর ধাক্কা দেবে ভারত, তা ক্রিকেটে অনভিজ্ঞ দর্শকও…

India dominate to win by an innings and 222 runs

সদ্য টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মারা। এই দলকে যে টেস্টেও (IND vs SL 1st Test) জোর ধাক্কা দেবে ভারত, তা ক্রিকেটে অনভিজ্ঞ দর্শকও হলফ করে বলে দিতে পারেন। সুতরাং খেলার ফল কী হবে, তা নিয়ে বিশেষ মাথাব্যথা ছিল না ভারতীয় সমর্থকদের।

বরং কোহলিরা কেমন পারমর্ফ করেন, সেই কৌতূহলই ছিল বেশি। ভারতকে কেবল একটি ইনিংস খেলতে হল। ফলে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলিকে ৪৫ রান করতে দেখারই সুযোগ হল। তবে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন জাদেজা। ব্যাটে বলে অপ্রতিরোধ্য তিনি। বিশ্বের যষ্ঠ ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দেড়শোর বেশি রান এবং ৫টি উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় অলরাউন্ডার। শেষবার ১৯৭৩ সালে এই রেকর্ড গড়েছিলেন পাক তারকা মুস্তাক মহম্মদ।

তবে পাঁচটি উইকেটেই থামেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ফের চারটি উইকেট তুলে নিয়ে লঙ্কাবাহিনীর ব্যাটিং অর্ডারে ধস নামান। জাদেজার কীর্তির দিন উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন অশ্বিনও। টপকে গেলেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে। টেস্টে হরিয়ানা হ্যারিকেনের ৪৩৪টি উইকেট নেওয়ার মাইলস্টোন অতিক্রম করে ফেললেন অশ্বিন। এদিন আসালাঙ্কার উইকেট নিতেই কপিল দেবকে পিছনে ফেলে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সংগ্রহ ৪ উইকেট।

শ্রীলঙ্কান উইকেটকিপার নিরোসান ডিকোয়েলা (৫১) ছাড়া ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে এদিন আর কোনও ব্যাটারই টিকতে পারেননি। ফলে ১৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।