জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর বাড়ি ফেরা হল না রাজকুমারের

কাঁকিনাড়া: এ যেন নিয়তি৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর ফেরা হল বাড়ি৷ ফিরল নিথর দেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ায়৷ মৃতের নাম রাজকুমার সাউ৷…

কাঁকিনাড়া: এ যেন নিয়তি৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর ফেরা হল বাড়ি৷ ফিরল নিথর দেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ায়৷ মৃতের নাম রাজকুমার সাউ৷ ভাটপাড়া ৫ নম্বর সাইটিংয়ের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে৷ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া৷

জানা গিয়েছে, শনিবার ছিল দ্বিতীয় ভাষা ইংরাজি পরীক্ষা দিতে গিয়েছিল রাজকুমার৷ শ্যামনগর হাইস্কুলে সিট পড়েছিল তাঁর৷ পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি ফিরছিল সে৷ আর তখনই ঘটে বিপত্তি৷ প্রত্যক্ষদর্শী ও রাজকুমারের বন্ধুরা জানাচ্ছে, কাকিনাড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেন থেকে বাইরে থুতু ফেলতে যায় সে৷

তখনই ২৮ নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে থাকা পোস্টারে ধাক্কা লাগে তার৷ ট্রেন থেকে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাজকুমারকে৷

সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ছেলেকে হারিয়ে শোকে পাথার পরিবারের সদস্যরা৷ থমথমে এলাকা৷ রাজকুমারের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার সহ প্রতিবেশীরা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘খুব ভালো ছেলে ছিল রাজকুমার৷ পড়াশোনাতেও ভালো ছিল৷ ওর মৃত্যুটা মেনে নিতে পারছি না৷’’