Madhyamik: মাধ্যমিকে আবার প্রশ্ন ফাঁসের অভিযোগ,ধৃত একাধিক পরীক্ষার্থী

শুক্রবারের পর শনিবার ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। গতকাল বাংলা পরীক্ষা চলাকালীনই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শনিবারের ইংরেজি পরীক্ষায়।…

শুক্রবারের পর শনিবার ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। গতকাল বাংলা পরীক্ষা চলাকালীনই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শনিবারের ইংরেজি পরীক্ষায়। শনিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। জানা গিয়েছে শুক্রবারের মতো শনিবারও প্রশ্নপত্র পাচার হয়েছে মালদা জেলা থেকেই।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে শনিবার পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মালদার এনায়েতপুর হাই স্কুল থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়। ঘটনায় ৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। জানা গিয়েছে এই ৬ জনের মধ্যে ৪ জন ছাত্র এবং ২ জন ছাত্রী। যাতে ধরা না পড়ে, তার কৌশল করে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড লাল কালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। QR কোডের উপরের লাল কালি মুছেই ৬ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করে পর্ষদ। তাদের সব পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী ৯ লক্ষেরও বেশি। তাদের প্রত্যেকের প্রশ্নপত্রেই আলাদা আলাদা কিউআর কোড রয়েছে। কোন কোডের সঙ্গে অন্য কোন কোডের মিল নেই। তাই পরীক্ষার্থী কোন প্রশ্নপত্র পেয়েছে, তা পর্ষদ অফিসে বসে সহজেই চিহ্নিত করা যায়।

শুক্রবার প্রশ্ন ফাঁস অভিযোগে মালদহের দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। তাঁদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে পর্ষদ। শনিবার মালদহের অভিযুক্ত পরীক্ষার্থীরা লাল কালি দিয়ে কিউআর কোড ঢেকে দেয়। কিন্তু বিশেষ প্রযুক্তিতে তা মুছে ফেলে পর্ষদ। এরপর তা স্ক্যান করে পর্ষদের কর্মীরা জানতে পারেন, কোন জায়গার কোন পরীক্ষার্থীর হাতে ওই প্রশ্নপত্র পড়ে।