Partha Chatterjee: দুর্নীতির গোটা ছবিতেই জড়িত পার্থ চট্টোপাধ্যায়, বিস্ফোরক সিবিআই

একজন চিকিৎসক যখন কোনও ভুল করেন, তখন তার খেসারত দিতে হয় রোগীকে। তেমনভাবেই যে ধরনের অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে, তাতে সমাজ ভবিষ্যতে কোন দিকে যাবে?…

Partha Chatterjee

একজন চিকিৎসক যখন কোনও ভুল করেন, তখন তার খেসারত দিতে হয় রোগীকে। তেমনভাবেই যে ধরনের অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে, তাতে সমাজ ভবিষ্যতে কোন দিকে যাবে? সামাজিক অবক্ষয়ের প্রশ্ন তুলে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের বিরোধিতা করল সিবিআই।

আজ শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। এদিন সিবিআই আইনজীবী ভয়ঙ্কর অভিযোগ তোলেন পার্থর বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক পদে বা শিক্ষাকর্মী হিসেবে কারা চাকরি পাবে, কারা পাবে না… গোটাটাই ঠিক করা হত সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। শুধু তাই নয়, দফতরের যাঁরা এই বিষয়ে সঙ্গ দিতেন না, তাঁদের পদ থেকেও সরিয়ে দেওয়া হত বলে অভিযোগ সিবিআই আইনজীবীর। এমনকী পার্থর বাড়িতে বৈঠকে ডেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এমনও দাবি আইনজীবীর।

সিবিআই আইনজীবী আরও বলেন, ‘দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ এমনভাবে পরিকল্পনা করে করতেন, যাতে তাঁর নাম সামনে কোথাও না থাকে।

আইনজীবী আরও বলেন,শিক্ষা এমন একটা বিষয়, যা সমাজ গঠন করে। চিকিৎসক কোনও ভুল করলে রোগীর ক্ষতি হয়। কিন্তু এঁরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছেন, তাতে সমাজ কোন দিকে যাবে, ঠিক নেই। বর্তমান পরিস্থিতিতেই সেই ছবিটা স্পষ্ট হয়ে উঠছে।পার্থের আইনজীবী অবশ্য সিবিআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।