Locket Chatterjee: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে টিএমসি যোগের জল্পনায় জল ঢাললেন লকেট

নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু আজ উপস্থিত ছিলেন না তিনি

Locket Chatterjee with PM modi

নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু আজ উপস্থিত ছিলেন না তিনি৷ লকেটের এই অনুপস্থিতি নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই জল্পনা শুরু হয়েছিল৷ কারণ, তৃণমূল দাবি করছে হাফ ডজন সাংসদ দলবদলের জন্য পা বাড়িয়ে রয়েছে৷ তবে সেটা সত্যি হতে চলেছে?

মঙ্গলবার এই জল্পনা যখন চলছে তখন তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন লকেট চট্টোপাধ্যায়৷ সেই ছবি আবার শেয়ার করলেন৷ কিন্তু সংসদ চলাকালীন প্রত্যেক মঙ্গলবারই বিজেপির পার্লামেন্টারি পার্টির বৈঠক থাকে। সেটা জেনেও কেন বৈঠকে গেলেন না লকেট? সূত্রের খবর, লকেট দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তাঁর কাছে কোনও মেসেজ করা হয়নি। পাশাপাশি আর গ্রুপে যে মেসেজ এসেছিল তা তাঁর খেয়াল করেননি তিনি।
কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে কীসের বার্তা দিলেন তিনি?

রাজনৈতিক মহলের ব্যাখা, অর্জুন সিংয়ের পরবর্তীকালে যাদের বিজেপি যোগ নিয়ে জল্পনা চলছিল, তাঁদের মধ্যে প্রথম সারীতে ছিল লকেট চট্টোপাধ্যায়ের নাম। এখন সুমন কাঞ্জিলালের দলবদলের পরেই সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে। সেখানে একাধিক বিধায়কদেরও নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। তবে সংখ্যা নিয়েও এখনও জলঘোলা চলছে বিজেপির অন্দরেই।

কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমে বৈঠক এবং পরে ছবি শেয়ার করে লকেট জানান দিলেন তিনি বিজেপিতেই রয়েছেন। একইসঙ্গে বিজেপি সহ বিরোধী শিবিরেও তাঁকে নিয়েও যে জল্পনা চলছিল সেখানেও জল ঢাললেন তিনি৷ তাহলে লকেট ছাড়া বাকি কোন সাংসদদের দলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে ঘাসফুল শিবিরে? প্রশ্ন রাজনৈতিক মহলে৷