Weather: ঘূর্ণিঝড় কাটলেই শীত জানাল হাওয়া অফিস

Weather: অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতেও। এই আবহে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস…

cyclone

Weather: অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতেও। এই আবহে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আজ হালকা বৃষ্টি হতে পারে। 

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়বে না দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদায়।

বুধবার ঘূর্ণিঝড়ের শক্তি কমলে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। পূর্বাভাস অনুযায়ী, সেদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাই ভিজতে পারে বর্ষণে। বুধবার উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৬ ডিসেম্বর উত্তরের দুই পার্বত্য জেলা – দার্জিলিং এবং কালিম্পঙ ভিজতে পারে বজ্রবিদ্যাৎ সহ হালকা বৃষ্টিতে। তবে সেদিনও ঘূর্ণিঝড়ের প্রতক্ষ কোনও প্রভাব পড়বে না উত্তরবঙ্গের সমতলের কোনও জলায়। এই আবহে বুধবার আবহাওয়া শুষ্ক থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।  এদিকে ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিতেও বৃষ্টি জারি থাকবে বাংলায়। সেদিনও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই বদলে যাবে আবহাওয়া। এই আবহে পরবর্তী তিন থেকে চারদিনে একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা।