বিজেপির কর্মসূচিতে নেই লকেট, দলত্যাগের সম্ভাবনা

জেপি নাড্ডার রাজ্য সফরের আগে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি গেরুয়া শিবিরের। সোমবার হুগলি জেলার বিজেপির (BJP) কর্মসূচিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ জেলা শাসকের অফিস অভিযানে নেই…

Locket Chatterjee did not appear in the BJP program

জেপি নাড্ডার রাজ্য সফরের আগে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি গেরুয়া শিবিরের। সোমবার হুগলি জেলার বিজেপির (BJP) কর্মসূচিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ জেলা শাসকের অফিস অভিযানে নেই সাংসদ লকেট। তবে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু উপস্থিত ছিলেন না সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

বিজেপি সূত্রে খবর, দলের অন্দরে রাজ্য নেতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাই বিজেপিতে বিক্ষুব্ধ শিবিরের মধ্যেই ধরা হয় লকেটকে।

সম্প্রতি লকেট চট্টোপাধ্যায়ের দলবদল ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে অর্জুন সিংয়ের পর যারা তৃণমূলে যাবেন তাঁদের মধ্যে অন্যতম লকেট চট্টোপাধ্যায়। এনিয়ে দলের নীচু তলার কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও কর্মীদের তিনি বুঝিয়ে দিয়েছেন বিজেপিতেই রয়েছেন তিনি।