Varanasi Serial Bomb Blast: বারাণসীর বিস্ফোরণ মামলায় ওয়ালিউল্লাহর ফাঁসির সাজা

ষোল বছর আগে ২০০৬ সালে বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণ (Varanasi Serial Bomb Blast) ঘটানো হয়। রক্তাক্ত পরিস্থিতি ছিল। সেই নাশকতার মামলায় ধৃত ওয়ালিউল্লাহর ফাঁসির সাজা হলো। …

ষোল বছর আগে ২০০৬ সালে বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণ (Varanasi Serial Bomb Blast) ঘটানো হয়। রক্তাক্ত পরিস্থিতি ছিল। সেই নাশকতার মামলায় ধৃত ওয়ালিউল্লাহর ফাঁসির সাজা হলো।  মৃত্যুদণ্ডের নির্দেশ দিল গাজিয়াবাদ আদালত।

অভিযোগ, স্থানীয় বাসিন্দা ওয়ালিউল্লাহ বিস্ফোরক এবং প্রেসার কুকার তিন বাংলাদেশি জঙ্গিদের হাতে তুলে দিয়েছিল৷ ওয়ালিউল্লাহ ধরা পরে। নাশকতার ১৬ বছর পরেও মূল অভিযুক্তরা অধরা।

   

২০০৬ সালের ৬ মার্চ৷ বিকেল ৬ টা ১৫ নাগাদ প্রথম বিস্ফোরণ হয় সঙ্কটমোচন মন্দিরে৷ ১৫ মিনিট পরেই দ্বিতীয় বিস্ফোরণ বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে। ঘটনায় প্রাণ হারান ২০ জন। আহত শতাধিক। ওই দিনেই দশাস্বমেধ পুলিশ স্টেশন এলাকায় রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি প্রেসার কুকারে বোমা উদ্ধার হয়৷

এলাহাবাদ কোর্টের নির্দেশে মামলার শুনানি শুরু হয় গাজিয়াবাদ জেলা আদালতে। ১২১ জন সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হন। তবে দুটি ঘটনায় ওয়ালিউল্লাহের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করলেও একটি মামলায় তথ্য পেশ করতে পারেনি টাস্ক ফোর্স।
ওয়ালিউল্লাহ খানের সঙ্গে জঙ্গি সংগঠন হুজি-এর যোগ রয়েছে।