LPG price: স্বস্তি দিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমাল সরকার

  আগস্ট মাসের শুরুতেই মিলল সুখবর। জাতীয় তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ১ আগস্ট, ২০২২ থেকে বাণিজ্যিক ১৯ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমিয়েছে। কলকাতায়…

LPG Gus kolkata

 

আগস্ট মাসের শুরুতেই মিলল সুখবর। জাতীয় তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ১ আগস্ট, ২০২২ থেকে বাণিজ্যিক ১৯ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমিয়েছে।

কলকাতায় তা সিলিন্ডার প্রতি ২০৯৫.৫০ টাকা হয়ে গিয়েছে। আগে এর দাম ছিল সিলিন্ডার প্রতি ২১৩২ টাকা।

এদিকে দাম কমার ফলে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা সস্তা হয়েছে। দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমার পর তা সিলিন্ডার প্রতি ১৯৭৬.৫০ টাকা হয়ে গিয়েছে। আগে এর দাম ছিল সিলিন্ডার প্রতি ২০১২.৫০ টাকা।

 

সেইসঙ্গে মুম্বইয়ে দাম কমে সিলিন্ডার প্রতি ১৯৩৬.৫০ টাকা, যা আগে ছিল সিলিন্ডার প্রতি ১৯৭২.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার প্রতি ২১৪১ টাকা হয়ে গিয়েছে। আগে এর দাম ছিল সিলিন্ডার প্রতি ২১৭৭.৫০ টাকা। যদিও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের হারে কোনও পরিবর্তন নেই।

এক মাসের মধ্যে এটি এলপিজি সিলিন্ডারের দাম দ্বিতীয়বারের মতো হ্রাস। এর আগে গত ৬ জুলাই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়।