Load shedding: একাধিক জেলায় বিদ্যুৎ বিভ্রাট, বিক্ষোভ চলছে

Load Shedding: প্রত্যেক মাসে গুনে দিতে হচ্ছে বিদ্যুতের বিল। অথচ থাকতে হচ্ছে সেই অন্ধকারেই। মিলছে না বিদ্যুৎ পরিষেবা। মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া সহ…

Load Shedding: প্রত্যেক মাসে গুনে দিতে হচ্ছে বিদ্যুতের বিল। অথচ থাকতে হচ্ছে সেই অন্ধকারেই। মিলছে না বিদ্যুৎ পরিষেবা। মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া সহ প্রত্যেকটি জেলায় একই লোডশেডিং ভোগান্তির ছবি ফুটে উঠছে। জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট। গরমে হাঁসফাঁস সাধারণ মানুষ। পরিষেবা ঠিক হওয়ার নেই কোনও নাম গন্ধ।

নিত্যদিন লেগে রয়েছে লোডশেডিং। সঙ্গে গরমের জেরে চরম ভোগান্তি। তাদের একটাই দাবি, প্রত্যেক মাসে যেমন তারা সময়ের মধ্যে গিয়ে বিদ্যুৎ বিল দিয়ে আসে। তেমনি বিদ্যুৎ পরিষেবাটাও যেন তারা সঠিকভাবে পায়। এবং এই চরম গরমে আর ভোগান্তি যেন সহ্য করতে না হয়।

পুরাতন মালদার নিত্যানন্দপুর থেকে এলাকাবাসীর অভিযোগ করেছে যে, বিগত চারদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। যার ফলে সমস্যায় পড়েছে এই এলাকার ৩০০ থেকে ৪০০ টি পরিবার। বিদ্যুতের পাশাপাশি জলেরও সমস্যায় ভুগতে হচ্ছে। নেই বিদ্যুৎ নেই পানীয় জলের ব্যবস্থা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। একই অবস্থা রাজ্যের আরো বহু জেলায়। সেখানেও দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। যার ফলে মিলছে না পানীয় জল। একে তো গরমে হাঁসফাঁস অবস্থা তার উপরে পানীয় জলের সংকট। রাস্তায় নেমে প্রতিবাদ সাধারণ মানুষের।

বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে জেলায় জেলায়। তবে সরকারের দাবি, উৎপাদন ঘাটতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিছু এলাকায় লোডশেডিং কমেছে। আসন্ন শারোদতসবের আগে লাইন ঠিক করার কাজও চলছে।