Birbhum: টার্গেট বাম সংগঠন, নেতার হুমকি কলেজে শুধু তৃণমূলের পতাকা থাকবে

শিক্ষাঙ্গনেও তৃণমূল নেতার দাদাগিরি। বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা বলেছেন, কলেজে একটাই পতাকা উড়বে, আর তা হল তৃণমূল ছাত্র পরিষদের। এমনকি অন্যান্য ছাত্রদের হুমকির সুরে বলা…

tmc

শিক্ষাঙ্গনেও তৃণমূল নেতার দাদাগিরি। বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা বলেছেন, কলেজে একটাই পতাকা উড়বে, আর তা হল তৃণমূল ছাত্র পরিষদের। এমনকি অন্যান্য ছাত্রদের হুমকির সুরে বলা হয়েছে তারা যেন বিজেপি বা এসএফআইয়ের কোনও দলে না থাকে। গোটা ঘটনায় শোরগোল পড়েছে রাজ্যজুড়ে।

রাজ্যজুড়ে নজরে আসছে শাসকদলের একের পর এক হিংসাত্মক ঘটনা। এবার তা পৌঁছে গিয়েছে বিভিন্ন শিক্ষাঙ্গনেও। সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে শোনা যাচ্ছে বীরভূম মল্লারপুরের তৃণমূল নেতা শিক্ষার্থীদের হুমকির সুরে বলছেন, ” গ্রুপে যারা আছিস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সকলকে বলছি, অন্য কোনও গ্রুপে ঢুকবে না। যে কোনও গ্রুপ পেলাম আর ঢুকে গেলাম এটা কিন্তু খারাপ হবে”।

এর সঙ্গেই সে আরো বলেন, “স্পষ্টভাবে বলছি তোমাদের বারোমাস সময় দেব আমরা। তোমাদের হয়ে খাটবো আমরা, সুযোগ-সুবিধা দেব, সব কিছু করিয়ে দেব। আর তোমরা আলতু ফালতু গ্রুপে ঢুকবে এসএফআই, বিজেপি। কলেজ ভোট আসছে কলেজে একটাই দল থাকবে তৃণমূল ছাত্র পরিষদ। একটাই ঝান্ডা উড়বে”।

তৃণমূল নেতার যে অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেখানে তাই কথা সামনে আসছে যে, কলেজে একটাই পতাকা উড়বে, তা শুধুমাত্র তৃণমূল দলের। এছাড়া ওই গ্রুপে থাকা অন্যান্য ছাত্র-ছাত্রীরা যেন কোনও ভাবেই বিজেপি বা এসএফআই গ্রুপে না ঢোকে। সেইভাবে স্পষ্ট বার্তাও তিনি দিয়েছেন।

এই প্রসঙ্গে এসএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “তারা সারা বছর ধরে কলেজে গুন্ডামী করছে মস্তানি করছে। তারপরেও তারা সন্তুষ্ট হচ্ছে না। সামনে কলেজ ভোট আসছে। তাই এবার সরাসরি হুমকি দিতে শুরু করেছে”।

কলেজের তৃণমূল সভাপতি নাজমুল হোসেন পাল্টা জবাবে জানিয়েছেন, “শুধু কলেজ নয় কলেজের বাইরে ও আমাদের ছেলেরা তাদের সুবিধা, অসুবিধায় পাশে থাকে। তাদের ভাই বোনের মতো বলে। এটা হুমকির মত আমার জানা নেই। এটা তাদের প্রতি এক ভালোবাসা। ছোট ভাই বোনরা বাড়িতে কিছু করলে যেমন শাসন করি, তেমনই একটা শাসন। যে তোমরা যে কোনও গ্রুপে ঢুকবে না”।