Asia Cup: তালিবান দেশের পরাক্রমে আজই ছুটি হয়ে যেতে পারে বাংলাদেশের

বাংলাদেশের কাছে আজ মরণ বাঁচন ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায়। চ

Afghan Team

বাংলাদেশের কাছে আজ মরণ বাঁচন ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায়। চলতি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। আজ দুপুর ৩টে থেকে শুরু হবে ম্যাচ।

বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি অধিনায়কের দায়িত্ব নেন। চলতি বছর ওয়ানডেতে ভালো ফর্মে আছেন সাকিব ১১ ওয়ানডেতে ৩৭৬ রান করেছেন এবং ১১ টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে তারুণ্য ও অভিজ্ঞতার ভালো মিশ্রণে একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম ও লিটন দাস দলের অভিজ্ঞ দুই খেলোয়াড়। তবে প্রথম ম্যাচে খেলতে না পারা লিটন দাস দাস দুর্ভাগ্যবশত ভাইরাল জ্বরের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় এসেছেন এনামুল হক। মুস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন এবাদত হোসেন।

আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন হাসমতউল্লাহ শাহিদি। বাংলাদেশকে পরাজিত করতে পারলে অধিনায়ককে ব্যাট হাতে এগিয়ে যেতে হবে। নাজিবুল্লাহ জাদরানের প্রত্যাবর্তন তাদের মিডল অর্ডারকে শক্তিশালী করেছে। তবে আফগানিস্তানের টপ অর্ডার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে সবচেয়ে বেশি রান করতে হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন।

বল হাতে রশিদ, মুজিব ও নবীর স্পিন আক্রমণের চাবিকাঠি। ফজলহাক ফারুকি সীম আক্রমণের নেতৃত্ব দেবেন তবে আফগানিস্তানের কাছে তাকে সাপোর্ট দেওয়ার করার মতো ভাল বোলার নেই। বাদ পড়েছেন ফরিদ আহমেদ ও নবীন উল হক। ২০২২ সালের এশিয়া কাপের লিগ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়কেই পরাজিত করলেও সুপার ফোর পর্বে ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ১৪টি ওয়ানডে খেলেছে একে অন্যের বিরুদ্ধে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ও আফগানিস্তান জিতেছে ৬টি ম্যাচে। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সবথেকে সফল দুই ক্রিকেটার লিটন দাস এবং সাকিব আল হাসান। আর আফগানিস্তানের হয়ে সেরা দুই ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ এবং ফজলহাক ফারুকি। তবে লিটন আজকের ম্যাচে খেলবেন না।